‘স্মার্টফোনে আসক্তি: পড়াশোনার ক্ষতি’

‘স্মার্টফোনে আসক্তি: পড়াশোনার ক্ষতি’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২২ উদযাপন উপলক্ষে বিজ্ঞান মেলা ও বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন করা হয়েছে।

রোববার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে দশটার দিকে কাজেম আলী স্কুল অ্যান্ড কলেজে বেলুন ও কবুতর উড়িয়ে এ মেলা উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান।

এছাড়াও কলেজ অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আবু রায়হান দোলনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসনের উপ পরিচালক (স্থানীয় সরকার) বদিউল আলম, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন বিশ্বাস, জেলা প্রশাসকের স্টাফ অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পিযূষ চৌধুরী। এছাড়াও বিভিন্ন স্কুল ও কলেজের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন।

দুইদিনব্যাপী এ মেলায় সেমিনার, বক্তৃতা, ২৫০ জন শিক্ষার্থীর অংশগ্রহণে ক্ষুদে বিজ্ঞানীদের ১২০টি প্রকল্প প্রদর্শন করা হবে।