অবশেষে দল পেলেন আশরাফুল

পুরনো দলের হয়েই বাংলাদেশ ক্রিকেট লীগে (বিসিএল) খেলার দুয়ার খুললো মোহাম্মদ আশরাফুলের। তৃতীয় রাউন্ডে ইসলামী ব্যাংক ইস্ট জোনের হয়ে মাঠে নামবেন এই অভিজ্ঞ ব্যাটসম্যান। গতবারও পূর্বাঞ্চলের হয়েই খেলেন আশরাফুল। কিন্তু চলতি আসরে তাকে ‘রিটেইন’ খেলোয়াড় তালিকায় রাখেনি ইস্ট জোন। প্লেয়ার ড্রাফটে অন্য তিনটি ফ্র্যাঞ্চাইজিও আশরাফুলের পড়তি ফর্মের কারণে আগ্রহ দেখায়নি। অবশেষে ইমার্জিং এশিয়া কাপের সুবাদে দল পেলেন আশরাফুল। এই টুর্নামেন্টে বাংলাদেশ দলে সুযোগ পেয়েছেন ইস্ট জোনের জাকির হাসান, আফিফ হোসেন ও ইয়াসির আলী। আর আশরাফুলের সঙ্গে পূর্বাঞ্চল দলে যোগ দিচ্ছেন নুরুজ্জামান ও শফিকুল ইসলাম।
সবশেষ প্রথম শ্রেণির টুর্নামেন্টে জাতীয় ক্রিকেট লীগে (এনসিএল) ফর্মটা ভালো যায়নি ৩৪ বছর বয়সী আশরাফুলের। ৬ ম্যাচে ১০ ইনিংসে ব্যাটিং করে ২৫৩ রান করেন তিনি। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ৫৩ রানের। এদিকে, আশরাফুলের মতো বিসিএলে দল পেয়েছেন অভিজ্ঞ পেসার শাহাদাত হোসেন। আগের দল ওয়ালটন সেন্ট্রাল জোনের হয়ে খেলবেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে ১৫২ ম্যাচে ২৮.৩৮ গড়ে ৭৬০৪ রান করেন আশরাফুল। সেঞ্চুরি রয়েছে ১৯টি। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ২৬৩ রান। বল হাতে ১৮৮ উইকেট নেন আশরাফুল। আর প্রথম শ্রেণির ক্যারিয়ারে ১০৭ ম্যাচে ২৪৯ উইকেট নেন ৩২ বছর বয়সী শাহাদাত। তার ইনিংস সেরা বোলিং ফিগার ৬/২৭। বগুড়ায় আগামী ৫ই ডিসেম্বর মুখোমুখি হয়ে যেতে পারেন আশরাফুল ও শাহাদাত। বিসিএল’র তৃতীয় রাউন্ডে সেন্ট্রাল জোনের মুখোমুখি হবে ইস্ট জোন। আর চট্টগ্রামে চারদিনের অপর ম্যাচে সাউথ জোনকে মোকাবিলা করবে নর্থ জোন। সিলেটে প্রথম রাউন্ডের খেলায় বর্তমান চ্যাম্পিয়ন সাউথ জোনকে ৭৭ রানে হারায় সেন্ট্রাল জোন। আর রাজশাহীতে নর্থ জোন ও ইস্ট জোনের মধ্যকার প্রথম রাউন্ডের ম্যাচটি ড্র হয়।