প্রস্তুতি ধরা পড়লো স্যাটেলাইটের ছবিতে

ইউক্রেন সীমান্তে আরও শক্তিবৃদ্ধি করেছে রাশিয়া। স্যাটেলাইটে ধারণ করা চিত্র বিশ্লেষণ করে দেখা গেছে নতুন করে শতাধিক সামরিক যান মোতায়েন ও কয়েক ডজন অস্থায়ী সেনা শিবির স্থাপন করা হয়েছে সেখানে। যুক্তরাষ্ট্রের বেসরকারি প্রযুক্তি কোম্পানি মাক্সার টেকনোলজিস এর বেশ কিছু ছবি প্রকাশ করেছে। বিবিসির রিপোর্টে সেসব ছবি যুক্ত করে দিয়ে জানানো হয়েছে, ইউক্রেন সীমান্তে সামরিক শক্তি বৃদ্ধি করেই চলেছে রাশিয়া। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যেদিন ইউক্রেনে সেনা পাঠানোর নির্দেশ দিলেন, সেদিনই এই ছবি প্রকাশ করা হলো।

গত কয়েক মাস ধরেই রুশ সামরিক অবস্থানের ছবি প্রকাশ করে আসছে মাক্সার। প্রতিষ্ঠানটি এখন দাবি করছে, ইউক্রেনের কাছে একটি সামরিক হাসপাতালও গড়ে তুলেছে রাশিয়া। নিয়ে যাওয়া হয়েছে ট্যাংক, কামান ও ভারী সামরিক সরঞ্জাম। প্রতিদিনই বাড়ছে সামরিক যানের সংখ্যা।

প্রথমে এক লাখ সেনা মোতায়েন করা হলেও তা এখন দ্বিগুন করা হয়েছে।