ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন পরিকল্পনা ‘এরই মধ্যে শুরু হয়ে গেছে’

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন পরিকল্পনা ‘এরই মধ্যে শুরু হয়ে গেছে’ বলে জানিয়েছে বৃটেন। প্রধানমন্ত্রী বরিস জনসনের একজন মুখপাত্র মিডিয়াকে বলেছেন, গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী, ইউক্রেনে আগ্রাসন চালানোর ইচ্ছা আছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। অনলাইন বিবিসি বলেছে, ওই মুখপাত্র বলেছেন- আমরা যেসব গোয়েন্দা তথ্য পাচ্ছি সে অনুযায়ী, আগ্রাসন চালানোর পরিকল্পনা আছে রাশিয়ার এবং প্রেসিডেন্ট পুতিন এরই মধ্যে তা শুরু করে দিয়েছেন। রাশিয়ার কিছু কৌশল আমরা দেখতে পাচ্ছি। নির্দিষ্ট পরিস্থিতিতে তা দেখা যেতে পারে। তারপরই বাস্তব সময়ে খেলা শুরু হবে।