বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে ব্রাঞ্চ গভর্নেন্স ওরিয়েন্টশন অনুষ্ঠিত

 

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ইউনিট এ্যাফেয়ার্স বিভাগের উদ্যোগে সোসাইটির ২০১৮ সালে নবনির্বাচিত ইউনিট কমিটির ভাইস চেয়ারম্যান , সেক্রেটারি ও কার্যনির্বাহী কমিটির সদস্যেদের দুই দিনব্যাপী রেড ক্রস ও রেড ক্রিসেন্ট বিষয়ক ব্রাঞ্চ গভর্নেন্স ওরিয়েন্টশন অনুষ্ঠিত হয়। দুই দিনব্যাপী এ ওরিয়েন্টশনে ১০টি জেলা রেড ক্রিসেন্ট ইউনিট থেকে ৩০ জন ইউনিট কার্যনির্বাহী কমিটির সদস্যরা অংশগ্রহণ করছে।

সোসাইটির ইউনিট এ্যাফেয়ার্স বিভাগের দায়িত্বরত পরিচালক খায়রুল আনাম খান জানান, প্রথম ব্যাচের এই ওরিয়েন্টশন ২৯ এপ্রিল শেষ হবে। ওরিয়েন্টশনে রেড ক্রস রেড ক্রিসেন্ট আন্দোলনের ইতিহাস,মূলনীতিসহ সোসাইটির আইনগত ভিত্তি,ম্যান্ডেট, বর্তমান কার্যক্রম এবং সেটা বাস্তবায়নে বর্তমান কার্যনির্বাহী কমিটির দায়িত্ব ও ভূমিকা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে।

আজ বুধবার সকাল ১০ টায় বিয়াম ফাউন্ডেশন ট্রেনিং রুমে অনুষ্ঠিত ওরিয়েন্টশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মাননীয় চেয়ারম্যান জনাব হাফিজ আহমদ মজুমদার, এমপি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ম্যানেজিং বোর্ডের সম্মানিত সদস্য জনাব লুৎফর রহমান চৌধুরী হেলাল, মিজ রাজিয়া সুলতানা লুনা এবং শেখ রইসুল আলম ময়না। স্বাগত বক্তব্যে রাখেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব মো: ফিরোজ সালাহ্ উদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সোসাইটির ইউনিট এ্যাফেয়ার্স বিভাগের দায়িত্বরত পরিচালক খায়রুল আনাম খান জানান।

অনুষ্ঠানের প্রধান অতিথি সোসাইটির চেযারম্যান হাফিজ আহমদ মজুমদার,এমপি বলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি একটি মানব কল্যাণমূলক প্রতিষ্ঠান। স্বেচ্ছাসেবী এই প্রতিষ্ঠানের সকল কাজ ৭টি মৌলিক নীতিমালা মেনে পরিচালনা করা হয়। আর এই ৭টি মৌলিক নীতিমালার অন্যতম নীতিমালার একটি হচ্ছে নিরপেক্ষতা। তাই, আপনাদের নিরপেক্ষভাবে কাজ করতে হবে। পাশাপাশি, প্রতিষ্ঠানের সক্ষমতা বাড়ানোর দিকেও আপনাদের নজর দিতে হবে। আর্থিক স্বচ্ছলতা না থাকলে কোন ভাল কাজ করা যায়না এবং সেই প্রতিষ্ঠানও ভাল অবস্থায় থাকেনা। তিনি বলেন, আমাদের রয়েছে অসংখ্য প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক, যা অন্যদের নেয়। তারাই আমাদের এগিয়ে যাওয়ার মুল শক্তি হিসাবে কাজ করবে।

সোসাইটির মহাসচিব মো: ফিরোজ সালাহ্ উদ্দিন বলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সরকারের সহযোগী প্রতিষ্ঠান হিসাবে প্রাকৃতিক ও মানবসৃস্ট যেকোন দুর্যোগে অসহায় মানুষদের জন্য কাজ করে থাকে।