আহমেদ কুতুব -এর ‘মুক্তিযুদ্ধে চট্টগ্রাম’ গ্রন্থের পাঠ উন্মোচন আজ

সাংবাদিক-গবেষক আহমেদ কুতুব-এর ‘মুক্তিযুদ্ধে চট্টগ্রাম’ গ্রন্থের পাঠ উন্মোচন অনুষ্ঠান ১৭ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার, চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হল’এ সকাল ১১টায় অনুষ্ঠিত হবে।
এতে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। প্রধান আলোচক থাকবেন চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি আলহাজ¦ আলী আব্বাস। বিশেষ অতিথি থাকবেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ড-এর ভারপ্রাপ্ত কমান্ডার এ কে এম সরোয়ার কামাল, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, মহানগর মুক্তিযোদ্ধা কমান্ড-এর সহকারী কমান্ডার শহীদুল হক চৌধুরী সৈয়দ। সুবন্ধন-এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেবেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক লেখক-সাংবাদিক শওকত বাঙালি। সভাপতিত্ব করবেন দৈনিক পূর্বদেশ-এর সহকারী সম্পাদক সাংবাদিক দেবদুলাল ভৌমিক। অনুভূতি ব্যক্ত করবেন সাংবাদিক-গবেষক ও মুক্তিযোদ্ধার সন্তান আহমেদ কুতুব।