অন্য যে কোনো পেশার চেয়ে সাংবাদিকদের সামাজিক দায়িত্ব অনেক

হাটহাজারীতে পিআইবি’র বুনিয়াদি প্রশিক্ষণ শেষে সনদ প্রদান আনুষ্ঠানে ব্যারিষ্টার আনিসুল ইসলাম মাহমুদ
নিজস্ব প্রতিবেদক:: হাটহাজারীতে ‘সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ’ শীর্ষক সাংবাদিকদের ৩ দিনের প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষণ নিয়েছেন হাটহাজারী ও ফটিকছড়ি উপজেলার বিভিন্ন গণমাধ্যমের প্রায় ৩৫ জন সাংবাদিক।
বুধবার (১৬ ফেব্রুয়ারী) হাটহাজারী উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্তদের হাতে সনদপত্র তুলে দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে সাংবাদিকদের হাতে সনদপত্র তুলে দেন সাবেক মন্ত্রী ব্যারিষ্টার আনিসুল ইসলাম মাহমুদ।
এসময় পিআইবির সহকারী প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন এর সঞ্চালনায় ও হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, হাটহাজারী উপজেলা চেয়ারম্যান এস.এম. রাশেদুল আলম, হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার শাহিদুল আলম, হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম প্রমূখ।
কর্মশালায় বক্তারা বলেন, ‘যেকোনো পেশায় মানুষের কর্মদক্ষতা বাড়ানোর জন্য প্রশিক্ষণের প্রয়োজন। সাংবাদিকদের পেশাদারিত্বের উন্নয়নের জন্যও প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। কারণ, অন্য যে কোনো পেশার চেয়ে সাংবাদিকদের সামাজিক দায়িত্ব অনেক। সাংবাদিকদেরকে যত বেশি প্রশিক্ষণ দেয়া যাবে তারা নিজেকে তত বেশি সমৃদ্ধ করতে পারবে।’
তিন দিনের বুনিয়াদি প্রশিক্ষণে সাংবাদিকতা, তথ্য সংগ্রহ, রিপোর্ট তৈরি, অনুসন্ধানী সাংবাদিকতা, যোগাযোগ, সাংবাদিকদের নীতি নৈতিকতা, সংবাদপত্রে ভাষার ব্যবহার, রিপোর্ট লেখার কৌশলসহ সাংবাদিকতার বিভিন্ন বিষয়াদি প্রশিক্ষণ দেওয়া হয় ।
এর আগে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) উদ্যোগে (১৪ ফেব্রুয়ারী) কর্মশালাটির উদ্বোধন হয়।