প্রধানমন্ত্রীর নেতৃত্বে বর্তমান সরকার সরকার প্রাণিসম্পদ খাতকে বিশেষ গুরুত্ব দিচ্ছে

মিরসরাইয়ে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীতে ইঞ্জিনিয়ার মোশাররফ

মিরসরাই প্রতিনিধি :::
মিরসরাইয়ে দিনব্যাপী উপজেলা প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২২ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলা স্টেডিয়ামে এলডিপি প্রকল্পের আওতায় প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে এই আয়োজন করা হয়।
ওইদিন উপজেলা নির্বাহী অফিসার মো. মিনহাজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে, গৃহায়ন ও গনপূর্ত মন্ত্রণালয় সম্পকিত স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার সরকার প্রাণিসম্পদ খাতকে গুরুত্ব দিচ্ছে। এজন্য এ খাতে দক্ষ জনশক্তি তৈরির মাধ্যমে সরকার উদ্যোক্তা সৃষ্টি করছে, যাতে তারা স্বাধীনভাবে কাজ করতে পারে। প্রাণিসম্পদ খাতে সম্পৃক্ত জনশক্তি দেশের উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পসহ বিভিন্ন প্রকল্পের মাধ্যমে দক্ষ ও প্রশিক্ষিত জনশক্তি তৈরির জন্য সরকার কাজ শুরু করেছে।
উপজেলা প্রাণিসম্পদ অফিসের ভেটেরিনারি ডাঃ জয়িতা বসুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রাণিসম্পদ চট্টগ্রাম বিভাগের পরিচালক ডাঃ মো. আশরাফুল আলম খান, প্রাণিসম্পদক সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ ফরিদুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান মো. জসিম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূঁইয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শ্যামল চন্দ্র পোদ্দার, মিরসরাই পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন, বারইয়ারহাট পৌরসভার মেয়র রেজাউল করিম খোকন, ইছাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল মোস্তফা, করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান বিপ্লব, মিরসরাই সদর ইউনিয়নের চেয়ারম্যান শামছুল আলম দিদার, মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাষ্টার, জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম মাষ্টার, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপু, মিরসরাই উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আরিফুর রহমান সহ উপজেলা প্রাণিসম্পদ অফিসের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মিরসরাই উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শ্যামল চন্দ্র পোদ্দার বলেন, দিনব্যাপী প্রদর্শনীতে উন্নত জাতের গাভী, ষাঁড়, ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল, বিভিন্ন জাতের হাস-মুরগী, জার্মান সেপার্ড ডগ, কার্পেট ডগ, বিভিন্ন সৌখিন পাখি, প্রাণীদের উন্নয়ন সম্পর্কিত বিভিন্ন ওষুধ, খাদ্য, দুগ্ধজাত পণ্য (মিষ্টি, দই, ঘি, ছানা) সহ প্রায় প্রায় ৪০টি স্টল প্রদর্শিত হয়।