চট্টগ্রামে হচ্ছে ‘চট্টগ্রাম ক্যাটেল এক্সপো-২০২২’

বুধবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন এ তথ্য জানান সভাপতি মোহাম্মদ আকতার হোসেন জ্যাকি। মেলায় প্রাকৃতিকভাবে প্রতিপালন করা ৩২টি এগ্রো ফার্মের ১০০টি ষাড় প্রদর্শিত হবে।

আগামী শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) নগরের কাজীর দেউড়ি আউটার স্টেডিয়ামে দিনব্যাপী ক্যাটেল ফার্মাস কমিউনিটি এবং ইউনিট্রেড ইভেন্টস আয়োজনে এ এক্সপো চলবে জানিয়েছেন আয়োজকরা।

দেশের শিক্ষিত তরুণ উদ্যোক্তারা খামারি খাতে সম্পৃক্ত হওয়ায় মাংস জাতীয় খাদ্যের যোগানে দেশ অনেকখানি স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠেছে। পাশাপাশি অনেক শিক্ষিত তরুণ আত্মকর্মসংস্থানের পাশাপাশি আরও অধিকতর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দিয়েছে।

মেলায় এগ্রো উদ্যোক্তাদের অভিজ্ঞতালব্ধ জ্ঞান ও তথ্য-উপাত্ত উপস্থাপন করা হবে। জানিয়ে সভাপতি বলেন, দিনব্যাপি মেলায় থাকবে দেশীয় ঐতিহ্য ও সাংস্কৃতির বর্ণিল উপস্থাপনা, ক্যাটেল ফ্যাশেন-শো এবং বরেণ্য অতিথিদের সম্মাননা প্রদান, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ শিক্ষিত তরুণ উদ্যোক্তাদের জেগে ওঠার গল্প গাথা। সম্পাদনা : ঝুমুরী বিশ্বাস