চকরিয়া-পেকুয়া সাংবাদিক ফোরামের সাধারণ সভায় নতুন কমিটি 

চকরিয়া-পেকুয়া সাংবাদিক ফোরামের সাধারণ সভায় নতুন কমিটি কক্সবাজারের চকরিয়ায় সমিতি ভিত্তিক সাংবাদিক সংগঠন চকরিয়া সাংবাদিক ফোরাম (সিএসএফ) এর বিগত ২০০৮ সালের নামকরণ পরিবর্তন করে ফোরামের সকল প্রকার আয়-ব্যায় ও সাংগঠনিক কার্য্য হালনাগাদ করে চকরিয়া-পেকুয়া সাংবাদিক ফোরাম (সিপিএসএফ) এ রুপান্তর করা হয়েছে। সংগঠনটির প্রতিষ্ঠা লগ্ন থেকে পর পর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নতুন কমিটি গঠন এবং ২০২০/২১ মেয়াদে গেল দু’বছরের জন্য গঠিত ১৭ সদস্য বিশিষ্ট কমিটির মেয়াদান্তে পুর্বের কমিটি ভেঙ্গে দেয়া হয়েছে। এ সময় সাংবাদিক ফোরামের দ্বি-বার্ষিক সাধারণ সভায় ২০২২/২০২৩ দু’বছরের জন্য চকরিয়া-পেকুয়া সাংবাদিক ফোরামের ২১ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
বুধবার (৯ ফেব্রুয়ারী) ২০২২ ইংরেজী তারিখ বিকেল ৫টায় চকরিয়া পৌর শহরের আনোয়ার শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় অভিজাত বাংলা রেস্তোরায় অনুষ্ঠিত হয় এ সভা। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে প্রতিষ্ঠাতা সভাপতি বি.এম হাবিব উল্লাহ’র সভাপতিত্বে সহ-সভাপতি এম রিদুয়ানুল হক ও সাংগঠনিক সম্পাদক এম দিদারুল করিমের যৌথ সঞ্চালনায় সভা শুরু হয়। সভ্যগনের হাত তোলা সমর্থন ও প্রত্যক্ষ ভোটে চকরিয়া-পেকুয়া সাংবাদিক ফোরামের নতুন করে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। সভায় ফোরামের সকল সভ্যগনের সর্বসম্মতিক্রমে পুনঃরায় সভাপতি বি এম হাবিব উল্লাহ (প্রতিনিধি-দি ডেইলি নিউ নেশন, দৈনিক ভোরের দর্পন ও দৈনিক আমাদের কক্সবাজার) সিনিয়র সহ-সভাপতি এম দিদারুল করিম (প্রতিনিধি-দৈনিক পূর্বদেশ, দৈনিক বায়ান্ন ও বিজয় টিভি) সহ-সভাপতি মোহাম্মদ ইলিয়াছ আরমান (প্রতিনিধি-ডেইলী বাংলাদেশ টু-ডে ও দৈনিক যুগান্তর) সাধারণ সম্পাদক এম রিদুয়ানুল হক (প্রতিনিধি-দৈনিক বাংলাদেশ সমাচার, দৈনিক বিশ্বমানচিত্র) সহ-সাধারণ সম্পাদক অলি উল্লাহ রনি (প্রতিনিধি- দৈনিক খবরপত্র ও দৈনিক আজকের কক্সবাজার) কে নির্বাচিত করা হয়েছে। কমিঠির অন্যান্য পদে হাত তোলা সমর্থনের মাধ্যমে ও প্রত্যক্ষ ভোটে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন, সাংগঠনিক সম্পাদক মোঃ নিজাম উদ্দিন (প্রতিনিধি-দৈনিক ইনানী) অর্থ সম্পাদক মোঃ কামাল উদ্দিন (প্রতিনিধি-দৈনিক করতোয়া, ভোরের ডাক ও আজকের কক্সবাজার বার্তা) প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আব্দুল হামিদ (প্রতিনিধি-দৈনিক একুশে সংবাদ) দপ্তর সম্পাদক মোঃ ওমর আলী (প্রতিনিধি-দৈনিক আমাদের চট্টগ্রাম) নির্বাহী কমিটির সিনিয়র সদস্য এম.নুরুল হক চকোরী(প্রতিনিধি-দি ডেইলি মর্নিং নিউজ) সাইফুল ইসলাম বাবুল (প্রতিনিধি-দৈনিক হিমছড়ি) সেলিম উদ্দিন (প্রতিনিধি-দৈনিক পুর্বদেশ ও আজকের দেশবিদেশ) মোঃ তৈয়ব আলী (প্রতিনিধি-দৈনিক মানবজমিন-দৈনিক বাঁকখালী) সাধারণ সদস্য মোঃ সেলিম উদ্দিন (এনটিভি ক্যামেরাম্যান) মোঃ ওমর ফারুক (প্রতিনিধি-দৈনিক চকোরী) মোঃ রেজাউল করিম (প্রতিনিধি- দৈনিক খোলা কাগজ) শাহাদাত হোসেন ( প্রতিনিধি-দৈনিক ডেসটিনি) আসাদুজ্জামান অপু (প্রতিনিধি-দৈনিক আজকের বসুন্দরা) প্রমুখ।