বাংলাদেশে নবনিযুক্ত ভারতের চট্টগ্রাম বিভাগীয় সহকারী হাইকমিশনার ডাঃ রাজীব রঞ্জন মহোদয়কে ইন্দো বাংলা ফ্রেন্ডশিপ এসোসিয়েশনের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন
বাংলাদেশে নবনিযুক্ত ভারতের চট্টগ্রাম বিভাগীয় সহকারী হাইকমিশনার মান্যবর ডাঃ রাজীব রঞ্জন মহোদয় সম্প্রতি নতুন কর্মস্থল চট্টগ্রাম কার্যালয়ে যোগদান উপলক্ষে ইন্দো বাংলা ফ্রেন্ডশিপ এসোসিয়েশনের পক্ষে কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সুমন চৌধুরী ও কেন্দ্রীয় কার্যকরী সদস্য ইমন দত্তের নেতৃত্বে চট্টগ্রাম জেলা কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করে নতুন অতিথিকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপনের মাধ্যমে অভ্যর্থনা জানান। এসময় সংগঠনের পক্ষে সোনালী ব্যাংকের সদরঘাট শাখার ম্যানেজার সিনিয়র অফিসার রাজন দাশ, বিশিষ্ট ব্যবসায়ী ও ব্রাদার্স ইউনিয়ন হকি কমিটি সভাপতি ফারুক চৌধুরী, ব্রাদার্স ইউনিয়ন প্রিমিয়ার ক্রিকেট কমিটির নির্বাচিত সাধারন সম্পাদক ইমরান আহাম্মেদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার বিভাগের প্রশাসনিক কর্মকর্তা রনি পাল উপস্থিত ছিলেন। বিভিন্ন বিষয়ের আলাপচারিতায় চট্টগ্রামের বিভিন্ন বিষয়ে অবহিত করা হয় এবং যে কোনো প্রয়োজনে একে অপরকে সাহায্য সহযোগিতার বিষয়ে আশ্বস্ত করা হয়।










