ইউনেস্কো ক্লাব নেতৃবৃন্দের সাথে প্রধান উপদেষ্টা আ.জ.ম নাছির উদ্দিনের মতবিনিময়

১২ফেব্রুয়ারী চট্টগ্রাম মহানগরীর ইউনেস্কো (টঘঊঝঈঙ)ক্লাব সভাপতি বিশিষ্ট সংগীত শিল্পী ও সাংবাদিক শেখ নজরুল ইসলাম মাহমুদের নেতৃত্বে ১২ ফেব্রুয়ারি সকাল ১০টায় সংগঠনের প্রধান উপদেষ্টা আলহাজ্ব আ.জ.ম নাছির উদ্দিনের সাথে তাঁর বাসভবনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় আগামী ১৮ ফেব্রুয়ারি শুক্রবার ফুলকি এ.কে. খান মিলনায়তনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভায় বিভিন্ন কর্মসূচি গৃহীত হয়। উক্ত সভায় আলহাজ্ব আ.জ.ম নাছির উদ্দিনকে প্রধান উপদেষ্টা হিসেবে মনোনয়ন পত্র হস্তান্তর করা হয়। এই সময় উপস্থিত ছিলেনসংগঠনের সহ-সভাপতি, সাবেক সফল মহিলা কাউন্সিলর আন্ধসঢ়;জুমান আরাবেগম, সাবেক সফল মহিলা কাউন্সিলর আবিদা আজাদ, বিশিষ্ট রাজনৈতিক এবং সমাজ সেবক আনোয়ারুল ইসলাম বাপ্পি, সংগঠনের সাধারন সম্পাদক এম.এনেওয়াজ সহ নেতৃবৃন্দ। ১৮ ফেব্রুয়ারি মাতৃভাষা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী যোগদান করবেন মাননীয় সংস্কৃতি প্রতিমন্ত্রী কে.এম. খালেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ন্যাশনাল এসোসিয়েশন অব ইউনেস্কো ক্লারে বাংলাদেশের সহ-সভাপতি ফারুক আহমেদ ও মহাসচিব মাহবুব উদ্দিন চৌধুরী সহ ইউনেস্কো কমিশনের নেতৃবৃন্দ।