ধোপাছড়ি বন্যপ্রাণী অভয়ারণ্যে মেছোবাঘ অবমুক্ত

রাঙ্গুনিয়ায় বন বিভাগের সহায়তায় দুধপুকুরিয়া ধোপাছড়ি বন্যপ্রাণী অভয়ারণ্যে একটি মেছোবাঘ অবমুক্ত করা হয়েছে আজ বুধবার(৯ ফেব্রুয়ারি)।

এর আগে সেটিকে উপজেলার পদুয়া ইউনিয়নের সুখবিলাস গ্রাম থেকে উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সুখবিলাস গ্রামের আদেল পার্ক এলাকায় ঘোরাঘুরি করছিল মেছোবাঘটি। পরে স্থানীয়দের সহায়তায় বাঘটি উদ্ধার করেন পার্কের কর্মকর্তা মো. কাদের।

এটি বনবিভাগকে হস্তান্তর করেন সুখবিলাস ফিসারিজ এন্ড প্ল্যান্টেশনের চেয়ারম্যান এরশাদ মাহমুদ। পরে তিনিসহ বনবিভাগের লোকজন এটি অবমুক্ত করেন।

এ বিষয়ে খুরুশিয়া রেঞ্জ কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম বলেন, “উদ্ধারকৃত মেছোবাঘটি মাঝারি আকারের বিড়ালগোত্রীয় এক ধরনের স্তন্যপায়ী বন্যপ্রাণী। বিগত কয়েক দশকে জনবসতি স্থাপন, বন উজাড় ও অন্যান্য কারণে মেছোবাঘের আবাসস্থল দিন দিন সংকুচিত হচ্ছে। তাই এ প্রাণীটিও বিলুপ্ত হয়ে যাচ্ছে। আইইউসিএন ২০০৮ সালে মেছোবাঘকে বিপন্ন প্রজাতির তালিকায় অন্তর্ভুক্ত করে। পদুয়া ইউনিয়নের সুখবিলাস গ্রামটি পাহাড়বেষ্টিত। প্রায় সময় সেখানে বানর, অজগরসহ বিভিন্ন বন্যপ্রাণী ধরা পড়ে।”