ছোটকাগজ ‘লিরিক’ এর ষোড়শ সংখ্যা শিগগিরই প্রকাশিত হবে। এটি উত্তর আধুনিক কবিতা সংখ্যা-৬ হিসাবে বের হচ্ছে। গত সংখ্যায় আমার “কবিতার ইতিকথা : উত্তর আধুনিকতা ফুরিয়ে যায় নি” গদ্যটি অসমাপ্ত ছিল। নব্বই পরবর্তী উত্তর আধুনিক কবিতার ধারা নিয়ে বিশ্লেষণমূলক শেষ পর্ব এ’সংখ্যায় ছাপা হবে। এই সংখ্যায় উত্তর আধুনিকতা বিষয়ক প্রবন্ধ/নিবন্ধ/আলোচনা/প্রতি আলোচনা/গল্প/কবিতা(কবিতা কমপক্ষে ৫টি)/ অনুবাদসহ প্রাসঙ্গিক যে কোনো লেখা পাঠাতে পারেন।
লেখা পাঠানোর এড্রেস হচ্ছে : [email protected], [email protected]।
এই সংখ্যাটিরও প্রচ্ছদ করেছেন শিল্পী ঢালী আল মামুন।
বিঃ দ্রঃ লেখা ফেব্রুয়ারির মধ্যে পাঠাতে হবে।