কোতোয়ালী থানাধীন আছাদগঞ্জ শুটকি পল্লী এলাকায় আসামি ধরতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন পুলিশসহ সাত জন।
সোমবার (২২ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে আছাদগঞ্জ শুটকি পল্লীর কলাবাগিচা এলাকায় এ ঘটনা ঘটে।
আহত অবস্থায় পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন সন্ত্রাসী মো. ওয়াসিম (৩৫)। ওয়াসিমের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে ১৪টি মামলা রয়েছে বলে জানান কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।
আহত ছয় পুলিশ সদস্যদের মধ্যে চারজনের নাম পাওয়া গেছে। তারা হলেন- সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আরেফিন, এসএসআই মাহবুব, এসএসআই সুকুমার, কনস্টেবল জাহাঙ্গীর। আহত ওয়াসিম ও পুলিশ সদস্যরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সিনিয়র সহকারী কমিশনার (কোতোয়ালী জোন) নোবেল চাকমা বলেন, কয়েকটি মামলায় ওয়ারেন্টভুক্ত ও ওয়ান্টেড আসামি ওয়াসিমকে গ্রেফতার করতে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে ওয়াসিম। এতে ছয় পুলিশ সদস্য আহত হয়।
এক পর্যায়ে পুলিশ সদস্যরা ওয়াসিমকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার করতে সক্ষম হয় বলে জানান নোবেল চাকমা।