রাউজানের খবর

তিন কোটি ৬০ লাখ টাকা ব্যায়ে নির্মিত ডাবুযা খালের সুইস গেইট নির্মানের পর থেকে অকোজো কুষকের কোন কাজে আসেনি
শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ পার্বত্য জেলার কাউখালী উপজেলার পাহাড়ী এলাকা থেকে উৎপতি হওয়া ডাবুয়া খাল। ডাবুয়া খাল রাউজানের হলদিয়া ইউনিয়নের বৃন্দ্বানপুর, বৃকবানপুর, গলাচিপা, জানিপাথর, ডাবুয়া ইউনিয়নের পুর্ব ডাবুয়া, উত্তর আইলী খীল, রোয়াইঙ্গা বিল, কেউকদাইর, চিকদাইর ইউনিয়নের পাঠান পাড়া, সন্দ্বীপ পাড়া, রাউজান পৌরসভার ৪নং ওয়ার্ডের জানালী হাট, সুলতানপুর কাজী পাড়া, বিনাজুরী ইউনিয়নের ইদিলপুর, হয়ে সেনাইর খালের সাথে মিলিত হয়েছে । ডাবুয়া খালের পানি শুস্ক মৌসুমে সেচের মাধ্যমে পানি সরবারাহ করার মাধ্যমে এলাকার কৃষকেরা বোরোধানের চাষাবাদ ও সব্জি ক্ষেতের চাষাবাদ করে। বর্ষার মৌসুমে ডাবুয়া খাল দিয়ে পাহাড়ী ঢলের শ্রোতের পানিতে ডাবুয়া খালে ভাঙ্গন সৃষ্টি হয়ে এলাকার মানুষের বসতভিটা ও ফসলী জমি খালের মধ্যে বিলিন হয়ে গেছে । ডাবুয়া খালের ভাঙ্গন রোধ ও শুস্ক মৌসুমে বোরো ধান ও সব্জি ক্ষেতের চাষাবাদ করার জন্য রাউজান উপজেলার ডাবুয়া ইউনিয়নের পুর্ব ডাবুয়া ও হলদিয়া ইউনিয়নের উত্তর আইলী খীল এলাকার মধ্যবর্তি স্থান দিয়ে পাহাড়ী এলাকা থেকে প্রবাহিত ডাবুয়া খালে সুইচ গেইট নির্মান করেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর । গত ২০০৭ সালে ২ কোটি ৮২ লাখ টাকা ব্যয়ে নির্মান করা সুইচ গেইটটি নির্মান করার পর পর বর্ষার মৌসুমে পাহাড়ী ঢলের শ্রোতের পানির শ্রোতে সুইস গেইটের অপর পাশে বিশাল ভাঙ্গন সৃষ্টি হয়ে এলাকার কৃষকের বিপুল পরিমান ফসলী জমি জনগনের চলাচলের সড়ক খালে বিলিন হয়ে যায় । পরবর্তী গত ২০১৪ সালে ৭৮ লাখ টাকা ব্যয়ে সুইস গেইটের পুর্ব অংশে বিশাল ভাঙ্গন এলাকা ভাঙগনরোধে বাধ নির্মান করেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর । সুইস গেইটের পুর্ব পাশে ভাঙ্গন রোধে বাধ নির্মান করার পর আবারো বর্ষার মৌসুমে সুইস গেইটের পশ্চিম পাশে ভাঙ্গন সৃষ্টি হয়ে এলাকার মানুষের বিপুল পরিমান ফসলী জমি খালে বিলিন হয়ে গেছে । সুইস গেইটের ভাঙ্গন দিয়ে পাহাড়ী ঢলের শ্রোতের পানি প্রবাহিত হয়ে সেবাখোলা থেকে উত্তর আইলী খীল যাতায়াতের সড়কে ডাবুয়া খালের উপর একটি ব্রীজ বিধস্ত হয়, সড়কের ব্যাপক ক্ষতি হয় । বর্তমানে বিধস্ত ব্রীজটি পুনরায় নির্মান করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর । সরজমিনে পরিদর্শন খালে দেখা যায় সুইস গেইটের মধ্যে পানি চলাচলের জন্য নির্মান করা লোহার গেইটের পশ্চিম পাশে ভাঙ্গন সৃষ্টি হয়ে ফসলী জমি ও টিলার বিশাল অংশ খালে বিলিন হয়ে গেছে । ভাঙ্গন সৃুষ্ট হওয়ায় পাহাড়ী ঢলের শ্রোতের পানিতে মাটি গিয়ে সুইস গেইটের মধ্যে পানি চলাচল ও বন্দ্ব করার জন্য নির্মিত লোহার দরজার সামনে মটিতে ভরাট হয়ে গেছে । এ ব্যাপারে জানতে চাইলে এলাকার কৃষক সুনিল কান্তি দে বলেন, ডাবুয়া খালের নির্মিত সুইস গেইট কৃষকের কোন উপকারে আসেনি। সুইস গেইট এলাকার কৃষকের জন্য অভিশাপ হয়েছে । সুইস গেইট শুস্ক মৌসুমে উজান থেকে নেমে আসা পানি আটক করে সুইস গেইটের দরজা দিয়ে বের করে দিয়ে খাল দিয়ে নেমে আসা পানি সেচের মাধ্যমে ব্যবহার করে বোরো ধান ও সব্জি ক্ষেতের চাষাবাদ করার নিয়ম রয়েছে । সুইস গেইট নির্মান পর থেকে সুইস গেইটের দু পাশে ভাঙ্গন হওয়ায় শুস্ক মৌসুমে সুইস গেইট অকোজো হয়ে পড়ায় খালে সেচের পানি সংকট দেখা দেয় । কৃষক সুনিল কান্তি দে বলেন, ডাবুয়া খালের সুইস গ্ইেট নির্মান করার পর থেকে সুইস গেইটের ভাঙ্গন কবলিত এলাকা দিয়ে বর্সার মৌসুমে পাহাড়ী ঢলের শ্রোতের পানিতে আমার তিন একর ফসলী জমি ডাবুয়া খালের মধ্যে বিলিন হয়ে গেছে । এলাকার কৃষক জাহাঙ্গীর আলম বলেন, ডাবুয়া খালের সুইস গেইট এলাকার কৃষকের জন্য অর্শিবাদের পরিবর্তে অভিশাপে পরিণত হয়েছে । এ ব্যাপারে স্থানীয় সরকার প্রকেশৈল অধিদপ্তর রাউজান উপজেলা প্রকৌশলী আবুল কালামের কাছে ফোন করে জানতে চাইলে, উপজেলা প্রকৌশলী আবুল কালাম বলেন, ডাবুয়া খালের মধ্যে নির্মান করা অকেজো হয়ে যাওয়া সুইস গেইটটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উর্ধত্বন প্রকৌশলী সরেজমিনে এসে পরিদর্শন করে যায় । অকোজো হয়ে পড়া সুইস গেইট মেরামত ও ভাঙ্গন রোধে বাধ নির্মানের প্রচেষ্টা চলছে ।

রাউজান পৌরসভার ৭নং ওয়ার্ডের ছত্র পাড়া তোরাব আলী জামে মসজিদ
সড়কের জায়গা ও বেরুলিয়া খাল দখল করে নির্মান করা হয়েছে অবৈধ স্থাপনা
শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ রাউজান পৌরসভার ৭নং ওয়ার্ডের ছত্র পাড়া তোরাব আলী জামে মসজিদ সড়কের জায়গা ও বেরুলিয়া খাল দখল করে নির্মান করা হয়েছে অবৈধ স্থাপনা নির্মান করায় সড়ক দিয়ে এলাকার জনগনের চলাচলে বাধা হয়ে পড়েছে । রাউজানের সাংসদ ফজলে করিম চৌধুরীর নির্দেশনায় রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ ও রাউজান পৌরসভার কাউন্সিলর আজাদ হোসেন এলাকার জনগনের চলাচলের জন্য তোরাব আলী জামে মসজিদ সড়ক নির্মান করার উদ্যোগে নিয়েছে । বিলুপ্ত হয়ে যাওয়া তোরাব আলী জামে মসজিদ সড়কটি মাটি দিয়ে নির্মান কাজ শুরু করেছে রাউজান পৌরসভা । সড়কের জায়গা দখল করে সীমনা প্রাচীর নির্মান করার স্থানে সড়কের নির্মান কাজে বাধার মুখে পড়ে । সড়কের জায়গা দখল করে সীমানা প্রাচীর নির্মানকারী মফজ্বল আহম্মদ প্রকাশ বাইল্যা কে সড়কের উপর থেকে নির্মান করা সীমনা প্রাচীর ভেঙ্গে নিয়ে যাওয়ার জন্য সময় দিয়েছেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ । একই ব্যক্তির নির্মান করা অবৈধ স্থাপনা বেরুলিয়া খাল থেকে ভেঙ্গে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। এলাকার বাসিন্দ্বা আবদুল লতিফ বলেন, তোরাব আলী জামে মসজিদ সড়ক দিয়ে একসময়ে এলাকার বাসিন্দ্বারা চলাচল করতো । সড়কটি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মান করা ও দীর্ঘদিন ধরে সড়কের উন্নয়ন কাজ না করায় এলাকার বাসিন্দ্বারা চলাচল করে অনেক দুর দিয়ে । মৃত ব্যক্তির লাশের খাটিয়া কবরস্থানে নিতে হয় অনেক দুর দিয়ে । বিলুপ্ত হয়ে যাওয়া তোরাব আলী জামে মসজিদেও সড়কে নির্মান কার অবৈধ স্থাপনা উচ্ছেদ করে তোরাব আলী জামে মসজিদ সড়ক নির্মান কাজ শুরু করায় এলাকার বাসিন্দ্বারা রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজের প্রতি কৃতজ্ঞতা জানান । রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ বলেন, রাউজান পৌরসভার ৭নং ওয়ার্ডে আরকোন সময়ে উন্নয়ন কাজ করা হয়নি । রাউজানের সাংসদ ফজলে করিম চৌধুরীর নির্দেশে রাউজান পৌরসভার ৭নং ওয়ার্ডের ছত্র পাড়া আবদুল মালেক সওদাগরের বাড়ীতে যাতায়াতের জন্য নির্মান করা হচ্ছে এবি এম ফজলে রাব্বি চৌধুরী সড়ক, নির্মান করা হচ্ছে দারগো বাড়ী সড়ক, রাউজান দারুল ইসলাম কামিল মার্দ্রাসার পশ্চিম পাশে কাজী বাড়ী থেকে রাউজান ফকির হাট বাজারে যাতায়াতের জণ্য নির্মান করা হচ্ছে বিকল্প সড়ক । তোরাব আলী জামে মসজিদ সড়কটি নির্মান কাজ চলছে সড়কের উপর যে সব অবৈধ স্থাপনা নির্মান করা হয়েছে ঐ সব অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে । অবৈধ স্থাপনা সরিয়ে না নিলে সড়রেকর জায়গা ও বেলুলয়া খাল থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সড়ক নির্মান ও বেরুলিয়া খালের খনন কাজ করা হবে ।

রাউজান পৌর এলাকার যানজট নিরসনে বিকল্প সড়ক
নির্মাণ করছেন মেয়র জমির উদ্দিন পারভেজ
শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম)প্রতিনিধিঃ রাউজান পৌরসভার এলাকার যানজট নিরসনে বিকল্প সড়ক নির্মাণ করছেন মেয়র জমির উদ্দিন পারভেজ। গত ২ ফেব্রুয়ারী বুধবার সকালে রাউজান রাঙ্গুনিয়া পাবলিক হল সংলগ্ন সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। এসময় উপস্থিত ছিলেন রাউজান পৌরসভার কাউন্সিলর জানে আলম জনি, যুবলীগ নেতা আবু ছালেক, সমাজ সেবক মাওলানা মোহাম্মদ এনাম, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ সহ আরো অনেকে। মেয়র জমির উদ্দিন পারভেজ বলেন, মুন্সিরঘাটা হতে ফকিরহাট উপজেলা পর্যন্ত দীর্ঘ যানজট লেগে থাকে। যার কারণে পৌরসভা অফিস ও উপজেলা পরিষদে আগতদের পড়তে হয় চরম ভোগান্তিতে। জন গুরুত্বপূর্ণ এলাকা সমূহের যানজট নিরসনের উদ্যোগ নেওয়া হয়েছে পৌরসভা থেকে। তিনি বলেন, পৌরসভার পিছনে পাবলিক হলের পাশ দিয়ে কাজী বাড়ী সংযোগ সড়ক করা হচ্ছে। সড়কটি নির্মিত হলে গুরুত্বপূর্ণ উপজেলা সড়কের যানজট নিরসন হবে।

রাউজানে ‘সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ শীর্ষক কর্মশালা’
রাউজান প্রতিনিধিঃ রাউজানে মসজিদের খতিব, ইমাম ও আলেম-ওলামাদের নিয়ে ‘সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ এবং সমাজিক সমস্যা নিরসন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৩ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে রাউজান ইসলামিক ফাউন্ডেশনের আয়োজিত শীর্ষক এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ। টেলিকনফারেন্সের প্রধান অতিথির বক্তব্য রাখেন রাউজানের সাংসদ এবি এম ফজলে করিম চৌধুরী। ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার খোরশেদুল আলমের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক সেলিম উদ্দিন, প্রধান আলোচক ছিলেন ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোহাম্মদ তৌহিদুল আনোয়ার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাউজান উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের ফিল্ড অফিসার ফয়েজ উল্লাহ্, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নুর মোহাম্মদ, রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ্ আল্ হারুন। শেষে মোনাজাত পরিচালনা করেন মাওলানা এম এ মতিন।