নগরের চান্দগাঁও থানার সামনে থেকে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতাকে আটক করেছে পুলিশ। তার নাম সাজ্জাদ হোসাইন (২৮)।
রোববার (২১ এপ্রিল) রাতে তাকে আটক করা হয়। তিনি চট্টগ্রামের সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ ছাত্রশিবিরের সাবেক সভাপতি।
চান্দগাঁও থানার উপ-পরিদর্শক কাজল দাশ বলেন, ছাত্রলীগের কয়েকজন কর্মীর সঙ্গে তর্কাতর্কি করার সময় পুলিশ এগিয়ে এলে শিবিরের ওই নেতা দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া দিয়ে তাকে আটক করা হয়।
তার বিরুদ্ধে নাশকতার মামলা ছিল। সেগুলো যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানান কাজল দাশ