ট্রাক-পুলিশ ভ্যান মুখোমুখি সংঘর্ষে ৪ পুলিশ আহত

লোহাগাড়ার চুনতিতে ট্রাকের সাথে পুলিশের পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৪ পুলিশ সদস্য আহত হয়েছেন। আজ বুধবার (২ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় আহতরা হলেন আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্য এএসআই নামুল হাসান, নায়েক অনুকুল বর্মণ, কন্সটেবল আবদুস সামাদ ও আবদুল মান্নান।

প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ জানায়, ঘটনাস্থলে চট্টগ্রামমুখী পুলিশের পিকআপ ভ্যানের সাথে বিপরীতমুখী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় গাড়ির সম্মুখভাগ দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনায় পিকআপ ভ্যানে থাকা আর্মড পুলিশ ব্যাটালিয়ানের ৪ সদস্য আহত হয়। তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা সদরের এক বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসাসেবা দেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সিরাজুল ইসলাম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়। দুর্ঘটনা কবলিত গাড়ি হাইওয়ে থানা হেফাজতে রয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।