চট্টগ্রামে যারা মনোনয়নপত্র দাখিল করেছেন

শাদ ইরশাদ, প্রিয় চট্টগ্রাম:
মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে আজ চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আওয়ামীলীগ ও বিএনপির হেভিওয়েট প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন। এ ছাড়া চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় রির্টানিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করেছেন অনেক প্রার্থী। আজ শেষ দিনে উৎসবমুখর পরিবেশে প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন।

চট্টগ্রাম-১ মীরসরাই আসনে আওয়ামীলীগের প্রার্থী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এছাড়াও বিএনপির মনিরুল ইসলাম জেলা প্রশাসকের কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন। স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন রেজাউল করিম, ইসলামিক আন্দোলন বাংলাদেশের মো. সামসুদ্দীন, স্বতন্ত্র মো. মোশাররফ হোসেন, বিএনপির নুরুল আমিন, বিএনপির কামাল উদ্দিন আহম্মেদ, বাংলাদেশ মুসলিম লীগ শেখ জুলফিকার বুলবুল চৌদুরী, গণফোরামের নুর উদ্দিন আহমদ, ইসলামিক ফ্রন্টের মো. আবদুল মান্নান, বিএনপির শহীদুল ইসলাম চৌধুরী।
চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন তরিকত ফেডারেশনের নজিবুল বশর মাইজভান্ডারী, স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামীলীগের এটিএম পিয়ারুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আতিক, বিএনপির নুরী আরা সাফা, বিএনপির মো. আজিম উল্লাহ বাহার, বিএনপির আলহাজ্ব ছালাহ উদ্দিন, ইসলামিক ফ্রন্টের মীর মো. ফেরদৌস আলম, বিএনপির ডা. খুরশিদ জামিল চৌধুরী, বাংলাদেশ সুপ্রিম পার্টির সৈয়দ সাইফুদ্দিন, বিকল্পধারার মাজহারুল হক শাহ, বিএনপির গিয়াস উদ্দিন চৌধুরী, জাকের পার্টির আবদুল হাই, জাতীয় পার্টির জহুরুল ইসলাম রেজা।
চট্টগ্রাম-৩ সন্দ্বীপ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামীলীগের মাহফুজুর রহমান মিতা, বিএনপির মোস্তফা কামাল পাশা, ইসলামিক আন্দোলন বাংলাদেশের আলহাজ্ব হাফেজ মাওলানা মনসুরুল হক, বিএনপির মো. বেলায়েত হোসেন, এনপিপির মো. মোকতাদের আজাদ খান, জাসদ-ইনু মো. আবুল কাশেম, বিএনপির মো. নুরুল মোস্তফা।
চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ প্রার্থী এবিএম ফজলে করিম চৌধুরী, বিএনপি প্রার্থী সামীর কাদের চৌধুরী ও জসীম উদ্দিন সিকাদর, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আব্দুল আলী।
চট্টগ্রাম-৭ (রাঙ্গুনীয়া-বোয়ালখালী একাংশ) আসনে মনোনয়নপত্র জমা দেন বিএনপির প্রার্থী গিয়াস কাদের চৌধুরী ও মো. কুতুব উদ্দিন বাহার, ইসলামী আন্দোন বাংলাদেশের মোহাম্মদ নিয়ামতুল্লাহ, এলডিপির মো. নুরুল আলম, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মো. আবু নওশাদ, জেএসডি’র প্রার্থী মাহাবুবুর রহমান, আওয়ামী লীগ প্রার্থী ড. মোহাম্মদ হাসান মাহমুদ, এনপিপির মোহাম্মদ জিয়াউর রহমান, বিএনপির মো. আবদুল আলিম, ইসলামী ফ্রন্ট বাংলাদেশের আহমদ রেজা, বিএনপির আবু আহমেদ হাসনাত ও মো. শওকত আলী নুর।
চট্টগ্রাম-৯ (কোতোয়ালী) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, ওয়াকার্স পার্টির মোহাম্মদ আবু হানিফ, বিএনপি মনোনীত প্রার্থী ডা. শাহাদাত হোসেন, মোহাম্মদ সামসুল আলম, ইসলামিক ফ্রন্টের মুহাম্মদ ওয়াহেদ মুরাদ। অন্যান্য দলের মো. মোরশেদ সিদ্দিকী, মোহাম্মদ দুলাল খান, আবু আজম, মৃণাল চৌধুরী, আলী নেওয়াজ খাঁন, মৌলভী রশিদুল হক (বি,এসসি), মো. শেখ আমজাদ হোসেন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-হালিশহর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আবদুল্লাহ আল নোমান, মোশারফ হোসেন দিপ্তী, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. আফছারুল আমীন ও অন্যান্য দলগুলোর মধ্যে জি এম এম আতিউল্লাহ ওয়াসীম, সৈয়দ মোহাম্মদ হাসান মারুফ, শাহজাহান চৌধুরী, কাজী মো. ইউসুফ আলী চৌধুরী, মো. আজাদ দোভাষ, মো. আনিছুর রহমান, মো. ওসমান খান, মো. জান্নাতুল ইসলাম, সাবিনা খাতুন, মো. মহিন উদ্দিন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এম. আবদুল লতিফ ও অন্যান্য দলের মধ্যে মো. লোকমান সওদাগর, অপু দাশ গুপ্ত, ক্যাপ্টেন শহীদ উদ্দিন মাহবুব, মৌলভী রশিদুল হক (বি,এসসি), আবুল বাশার মুহাম্মদ জয়নুল আবেদীন, মাওলানা আবু সাইদ, মো. জানে আলম, এম এ মতিন, ওমর হাজ্জাজ, মুনতাসির কাদের, মো. জসিমউদ্দিন, মো. খোশাল খাঁন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী দিদারুল আলম, বিএনপির মনোনীত প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী ও অন্যান্য দল এবং স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে সামছুল আলম হাসেম, মো. দিদারুল কবির, আবুল বাশার মুহাম্মদ জয়নুল আবেদীন, মো. ইসহাক চৌধুরী, এ.কে. এম আবু তাহের, এ. ওয়াই. বি. আই. সিদ্দিকী, মোং মোজাম্মেল হোসেন, মুহাম্মদ আশরাফ হোসাইন, আবদুল্লাহ আল বাকের ভূঁইয়া মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মীর মোহাম্মদ নাছির উদ্দীন, সাকিলা ফারজানা, মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, ২০ দলীয় জোট মনোনীত প্রার্থী সৈয়দ মুহাম্মদ ইবরাহিম ও অন্যান্য দলগুলোর মধ্যে মোহাম্মদ নাছির হায়দার করিম, মো. নঈমুল ইসলাম, এ্যাডভোকেট মাসুদুল আলম বাবলু, মোহাম্মদ রফিক, শিহাবুদ্দীন, আনিসুল ইসলাম মাহমুদ, ছৈয়দ হাফেজ আহমদ, মঈন উদ্দিন রুহী, মীর ইদরীস, মো. নাসির উদ্দিন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম. মোরশেদ খান, মোহাম্মদ আবু সুফিয়ান, এরশাদ উল্লাহ, মহাজোট মনোনীত প্রার্থী মহিউদ্দীন খান বাদল ও অন্যান্য দলগুলোর মধ্যে মোহাম্মদ এমদাদুল হক, শরীফ উদ্দিন খান, হাসান মাহমুদ চৌধুরী, সেহাব উদ্দিন মুহাম্মদ আবদুস সামাদ, ফাতেমা খুরশীদ সোমায়া, মোহাম্মদ কামাল পাশা, বাপন দাশগুপ্ত, মো. সেহাব উদ্দীন, মো. আবদুল মোমিন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আবু তালেব বেলালী , ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহাম্মদ দেলওয়ার হোসেন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মো. মইন উদ্দিন চৌধুরী, এলডিপির এম ইয়াকুব আলী, বিএনপির গাজী মোহাম্মদ শাহজাহান ও মো. এনামুল হক, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এম এ মতিন, এলডিপির নাহিদ ফারহানা, বিএনএফ’র দীপক কুমার পালিত, জাতীয় পার্টির মোহাম্মদ নুরুচ্ছফা সরকার, আওয়ামী লীগের সামশুল হক চৌধুরী ও বাসদের সাফুদ্দীন মোহাম্মদ ইউনুচ।
চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগের সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এম এ মতিন, স্বতন্ত্র প্রার্থী সৈয়দ জামাল আহমেদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. ইরফানুল হক চৌধুরী, বিএনপির মোস্তাফিজুর রহমান ও সরওয়ার জামাল নিজাম, গণফোরামের উজ্জ্বল ভৌমিক, বিএনএফ’র নারায়ন রক্ষিত, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মৌলভী রশিদুল হক ও ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের জাহাঙ্গীর আলম চৌধুরী।
চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া একাংশ) আসনে মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগের মো. নজরুল ইসলাম চৌধুরী, এলডিপির ড. অলি আহমদ, বীর বিক্রম, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সিহাব উদ্দিন মো. আবদুস সামাদ, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মুহাম্মদ দেলাওয়ার হোসেন ও মাওলানা জানে আলম নিজামী, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির আবদুল নবী, ত্বরিকত ফেডারেশনের মোহাম্মদ আলী ফারুকী, ন্যাপের মো. আলী নেওয়াজ খান, জাতীয় পার্টির আ জ মো. অলিউল্লাহ চৌধুরী মাসুদ, স্বতন্ত্র প্রার্থী মো. মনিরুল ইসলাম ও মো. শাহজাহান, জাসদের সুযশময় চৌধুরী ও স্বতন্ত্র প্রার্থী মো. জসিম উদ্দিন।
চট্টগ্রাম-১৫ সাতকানিয়া-লোহাগাড়া আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন স্বতন্ত্র হিসেবে জামায়াতের আ ন ম শামসুল ইসলাম, ইসলামী আন্দোলনের নুরুল আলম, স্বতন্ত্র হিসেবে দক্ষিণ জেলা জামায়াতের নায়েবে আমির জাফর সাদেক, আওয়ামী লীগের আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন, গণফোরামের আবদুল মোমেন চৌধুরী, ন্যাশনাল পিপলস পার্টির ফজলুল হক, বিএনপির অধ্যাপক শেখ মোহাম্মদ মহিউদ্দিন, স্বতন্ত্র প্রার্থী আবদুল জব্বার।
চট্টগ্রাম-১৬ বাঁশখালী আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের মোস্তাফিজুর রহমান চৌধুরী, বিএনপির জাফরুল ইসলাম চৌধুরী, স্বতন্ত্র হিসেবে জামায়াতের উপজেলা চেয়ারম্যান জহিরুল ইসলাম, জাতীয় পার্টির মাহমুদুল ইসলাম চৌধুরী, স্বতন্ত্র বজল আহমদ, এলডিপির মো. কফিল উদ্দিন চৌধুরী, স্বতন্ত্র মনিরুল ইসলাম, ইসলামিক আন্দোলনের মাওলানা ফরিদ আহমদ, ইসলামিক ফ্রন্টের মোহাম্মদ মহিউল আলম চৌধুরী, ন্যাশনাল আওয়ামী পার্টি(ন্যাপ) মোজাফ্‌ফর-এর আশীষ কুমার শীল।
গতকাল বেলা সাড়ে ১১টায় নগর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী ও সাধারন সম্পাদক সিটি মেয়র আজম নাছির উদ্দিন নগরীর তিন আসনের আওয়ামীলীলীগের প্রার্থী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, এমএ লতিফ, ডা. আফছারুল আমিন, এবং নগরীর সাথে সংশ্লিষ্ট আরো দুই আসনের প্রার্থী সীতাকুন্ডের দিদারুল আলম, বোয়ালখালীর মঈনুদ্দিন খান বাদলকে নিয়ে মনোনয়নপত্র জমা দিতে আসেন। বিভাগীয় কমিশনারের অফিসে এক প্রার্থীর সাথে ৫-৭ জন করে ভেতরে প্রবেশ করেন। প্রথমে কোতোয়ালী আসনের প্রার্থী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলকে সাথে নিয়ে বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নানের কাছে মেয়র মনোনয়নপত্র জমা দেন।
এরপর ডবলমুরিং আসনের প্রার্থী ডা. আফছারুল আমিন, বন্দর-পতেঙ্গা আসনের প্রার্থী এমএ লতিফ মনোনয়নপত্র জমা দেন। এরপর সীতাকুণ্ড আসনের প্রার্থী দিদারুল আলম এবং চান্দগাঁও-বোয়ালখালী আসনের প্রার্থী
মইন উদ্দীন খান বাদল মনোনয়নপত্র জমা দেন। একই সময়ে মনোনয়ণপত্র জমা দিতে যান বিএনপির ডবলমুরিং আসনের প্রার্থী আবদুল্লাহ আল নোমান। তিনি মনোনয়নপত্র জমা দিয়ে বের হওয়ার পর আসেন বন্দর পতেঙ্গা আসনের বিএনপির প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী, এরপর মনোনয়নপত্র জমা দিতে আসেন চান্দগাঁও-বোয়ালখালী আসনের বিএনপির প্রার্থী এম মোরশেদ খান।
একই সময়ে চট্টগ্রাম ১৪ (চন্দনাইশ), চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লাহাগাড়া) ও চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের আওয়ামী লীগ প্রার্থীরা জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেনের কাছে মনোনয়নপত্র জমা দেন। ১২টা এক মিনিটে জেলা প্রশাসকের কাছে মনোনয়নপত্র জমা দেন পটিয়া আসনের আওয়ামীলীগের প্রার্থী সামশুল হক চৌধুরী, ১২টা ১০মিনিটে মনোনয়ন পত্র জমা দেন চন্দনাইশ আসনে আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী, ১২টা ১৫ মিনিটে তার মনোনয়নপত্র জমা দেন সাতকানিয়া-লোহাগাড়া আসনের বর্তমান সংসদ সদস্য আবু রেজা মো. নেজামুদ্দিন নদভী।
দুপুর ১২টা ২০ মিনিটে বাঁশখালী আসনের বর্তমান সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী তার মনোনয়নপত্র জমা দেন।