চলমান আন্দোলন কর্মসূচি স্থগিত করেছেন রেলওয়ে রানিং স্টাফ

অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন বাতিলের দাবিতে রেলসচিবের সঙ্গে দীর্ঘ ৫ ঘণ্টার বৈঠক শেষে চলমান আন্দোলন কর্মসূচি স্থগিত করেছেন রেলওয়ে রানিং স্টাফ কর্মচারী ঐক্য পরিষদের নেতারা। খুব শিগগির তাদের দাবি পূরণের আশ্বাসে আন্দোলন স্থগিতের সিদ্ধান্ত নেন তারা।

এর আগে দুপুর১২টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন নেতারা।

রোববার (৩০ জানুয়ারি) রাত ৮টার দিকে ঢাকায় রেল সচিবের সঙ্গে বৈঠক শেষে বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ কর্মচারী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মুজিবর রহমান।

তিনি বলেন, ‘আলোচনা ফলপ্রসূ হয়েছে। তাই আমাদের আন্দোলন সাময়িক স্থগিত করা হয়েছে। রেল ও অর্থ মন্ত্রণালয় আলোচনার মাধ্যমে স্বল্পতম সময়ে পেনশনে আগের মতো মাইলেজ সুবিধা পুনর্বহাল করবে বলে সচিব মহোদয় আমাদের আশ্বস্ত করেছেন। এ ছাড়া গত বছরের ৩ নভেম্বরের আগে যে সব রানিং স্টাফ অবসরে গেছেন তাদের আগের নিয়ম অনুযায়ী পেনশন (মাইলেজ ভাতাসহ) আগামীকাল থেকে নিষ্পত্তি করবে বলে আমাদের নিশ্চিত করা হয়েছে।