প্রখ্যাত কবি-সাংবাদিক-লেখক-কলামিস্ট বীর মুক্তিযোদ্ধা ও চট্টগ্রাম কলেজ ছাত্র সংসদের সাবেক সাহিত্য সম্পাদক শওকত হাফিজ খান রুশ্নির ২৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ৩১ জানুয়ারি, সোমবার, বিকেল ৪টায় মোমিন রোডস্থ বঙ্গবন্ধু ভবনের ৩য় তলায় চট্টলবন্ধু এস.এম জামাল উদ্দিন মিলনায়তনে ‘সমস্ত সাহস একত্রিত করে বলছি’ শিরোনামে স্মরণসভার উদ্যোগ নেয়া হয়েছে। সমাজ, সংস্কৃতি, উন্নয়ন, মানবাধিকার, মুক্তিযুদ্ধ ও মুক্তচিন্তার জবাবদিহিমূলক সংগঠন আমরা করবো জয়-এর উদ্যোগে এবং মুক্তিযোদ্ধা এ.কে ফজলুল হক চেয়ারম্যান গণ পাঠাগারের সহযোগিতায় আয়োজিত স্মরণসভায় প্রধান আলোচক থাকবেন বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদ্যাপনে আন্তর্জাতিক কমিটির মহাসচিব ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক লেখক-সাংবাদিক শওকত বাঙালি। সভাপতিত্ব করবেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি চট্টগ্রাম জেলা সহ-সভাপতি, মহানগর আওয়ামী লীগ নেতা দীপংকর চৌধুরী কাজল।
সভায় মুক্তিযুদ্ধের পক্ষের সর্বস্তরের সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য রুশ্নির অনুজ, সোনালী ব্যাংক কর্মকর্তা মো. নুরুদ্দিন মিয়া অনুরোধ জানিয়েছেন।










