এবি এম ফজলে রাব্বি চৌধুরী সড়কে আনবে স্বস্তি

শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ রাউজান পৌরসভার ৭নং ওয়ার্ডের ছত্র পাড়া এলাকায় আবদুল মালেক সওদাগরের বাড়ী ।আবদুল মালেক সওদাগরের বাড়ী ও বাড়ী পাশে শতাধিক পরিবার বসবাস করেন । শতাধিক পরিবারের বাসিন্দ্বাদের চলাচলের কোন সড়ক নেই । শতাধিক পরিবারের বাসিন্দ্বরা রায়কিশোরী সড়ক থেকে ফসলী জমির আইল দিয়ে যুগ যুগ ধরে চলাচল করে আসছে । বর্ষার মৌসুমে এলাকার বাসিন্দ্বারা ফসলী জমির আইল দিয়ে কাদাঁ মাড়িয়ে চলাচল করতো । এলাকার বাসিন্দ্বারা কেহ অসুস্থ হলে অসুস্থ ব্যক্তিকে ঘর থেকে পাজাঁকোলা করে কোলে নিয়ে রায় কিশোরী সড়কে নিয়ে যানবাহনে করে হাসপাতালে ও চিকিৎসকের নিয়ে যেতো । এলাকার শথাধিক পরিবারের বাসিন্দ্বাদের চলাচলের চরম দুর্ভোগ লাঘবে রাউজানের সাংসদ এবি এম ফজলে করিম চৌধুরী এমপির নির্দেশে রাউজান পৌরসভা মরহুম আওয়ামী লীগ নেতা এবি এম ফজলে রাব্বি চৌধুরীর নামে সড়ক নির্মান করছে । রাউজান পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর আজাদ হোসেন বলেন, শতাধিক পরিবারের বাসিন্দ্বাদের চলাচলের জন্য রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ মাটি ভরাট করে সড়ক নির্মান করছেন । সড়কটির নির্মান কাজ শুরু করায় আবদুল মালেক সওদাগার বাড়ীর বাসিন্দ্বা সহ এলাকার লোকজন সাংসদ ফজলে করিম চৌধুরী, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, রাউজান পৌরসভার কাউন্সিলর আজাদ হোসেনের প্রতি কৃতঞ্জতা প্রকাশ করেন ।