কুতুবদিয়ার কৈয়ারবিল নুরানীয়া বালিকা মাদরাসা পরিচালনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ

লিটন কুতুবী,

কুতুবদিয়ার কৈয়ারবিল ইউনিয়নের জামেয়া নূরানীয়া বালিকা মাদরাসার পরিচালনা কমিটির নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে অনিয়মের অভিযোগ তুলে কুতুবদিয়া উপজেলা নির্বাহী অফিসার বরাবরে অভিভাবক সদস্যরা লিখিত অভিযোগ দিয়েছে। রবিবার ২৩ জানুয়ারী কুতুবদিয়া জামেয়া নূরানীয়া বালিকা মাদরাসার পরিচালনা কমিটি/২২ অভিভাবক পদে ৪ সদস্যের স্হলে ৯ জন মনোনয়নপত্র জমা করে এবং পরিচালনা কমিটির নির্বাচন ২৩ জানয়ারী মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের ধার্য্য দিন ছিল। উক্ত মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের ক্ষেত্রে অভিভাবক মফিজ আলম মনোনয়ন পত্রে ভোটার নাম্বার ভুল প্রদান করে। আরেকজন অভিভাবক ভোটার ইউছুপ তার মনোনয়নপত্রে ভোটার নাম্বার মোটেই লিখেনি। যাচাই বাছাই কালে নির্বাচন অফিসার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রিটার্নিং অফিসার রজব আলী মনোনয়নপত্রে ভুলের কারণে মৌখিকভাবে ২টি মনোনয়নপত্র বাতিল বলে উপস্হিত অভিভাবকদের সম্মুখে ঘোষনা করে। পরক্ষণে অভিভাবক সদস্যদের ভুল সংশোধন করে বৈধ ঘোষনা করে। বিষয়টির প্রতিকার চেয়ে অভিভাবক প্রার্থী হাবিবুর রহমান (ভোটার -০২৫) মৌলভী নাছির উদ্দিন (ভোটার-০৫৫) নুরুল আমিন (ভোটার-০৩২) ইউএনও বরাবরে লিখিত অভিযোগ দিয়েছেন। এ ব্যাপারে রিটানিং অফিসার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রজব আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, যথা নিয়মে অভিভাবক পদে ৯ জন মনোনয়নপত্র জমা করে। দুইটি মনোনয়নপত্রে সামান্য ভুলত্রুটি সংশোধনপূর্বক বৈধ ঘোষনা করেন। অন্যান্য অভিভাবক পদের প্রার্থীরা অভিযোগ দিলে আমার করার কিছু নেই। অবশ্য নির্বাহী অফিসার বরাবরে আপীল করার সুযোগ আছে বলে জানান।