প্রকৃতিবান্ধব টেকসই উপকূলীয় বাঁধ নির্মাণ, জলবায়ু পরিবর্তনের ক্ষতিপূরণ আদায় ও আদায়কৃত অর্থ জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য ব্যবহারের দাবিতে উপকূলীয় জেলা ফেনী এবং সিলেটে জলবায়ু ধর্মঘট করেছে তরুণ জলবায়ু যোদ্ধারা।
শুক্রবার (১৪ জানুয়ারি) সকালে উপকূলীয় সোনাগাজী উপজেলার চরাঞ্চলে এই কর্মসূচি পালন করে ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস ফেনী জেলা শাখা। অন্যদিকে বিকেলে গোয়াইনঘাট উপজেলার জাফলং এলাকায় পিয়াইন নদীর তীরে জলবায়ু ধর্মঘট আয়োজন করে ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস সিলেট জেলা শাখা।ইয়ুথনেট সিলেট জেলা ইউনিটের সমন্বয়কারী হুমায়রা আক্তার জেবা বলেন, জলবায়ুর পরিবর্তনের বিরুপ প্রভাবে আজ উপকূল ক্ষতবিক্ষত। মানুষের বেঁচে থাকাটাই চ্যালেঞ্জ।
বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির হার ১.৫ ডিগ্রিতে সীমিত রাখতে উন্নয়নশীল দেশগুলোকে চাপে রাখতে হবে।
ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিসের নির্বাহী সমন্বয়কারী সোহানুর রহমান বলেন, প্যারিস জলবায়ু চুক্তি বাস্তবায়ন ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ধনী রাষ্ট্রকে দরিদ্র দেশগুলোর জন্য আর্থিক সহায়তা দিতে হবে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় বিশ্বনেতাদের জরুরি কার্যক্রম গ্রহণের দাবি জানান তিনি।











