পশ্চিম বাকলিয়ায় বির্জা খাল থেকে আবর্জনা পরিস্কার শুরু

১৭নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ডস্থ বড় কবস্থান এলাকার তাজ উদ্দিন শাহ মাজার সংলগ্ন বির্জা খাল থেকে আজ মঙ্গলবার সকালে ময়লা আবর্জনা পরিষ্কার শুরু করা হয়েছে। পরিস্কার পরিচ্ছন্নতার এই কাজ তদারকি করেছন কাউন্সিলর মোহাম্মদ শহিদুল আলম। পরিচ্ছন্ন কাজ তদারকি কালে কাউন্সিলর শহিদ বলেন,কর্পোরেশন থেকে প্রাপ্য সুবিধা ও চাহিদা অনুসারে ওয়ার্ডে সার্বিক নাগরিক সুবিধা দিতে আমি যথাসাধ্য চেষ্টা করছি। সেটা নালা নর্দমা পরিস্কার, নাগরিকতা সনদ বা জন্মনিবন্ধন সনদ যা হউক। নাগরিক সেবায় ভোগান্তি হলে ওয়ার্ডের যে কেউ সরাসরি কাউন্সিলর হিসেবে আমার কাছে আসতে পারবেন। এক্ষেত্রে আমার ঘরের দুয়ার সবসময় খোলা। তবে এখন করোনার সংক্রমণ বাড়ায় ওযার্ড অফিসে সেবাপ্রার্থী নাগরিকদের অত্যধিক ভিড়ের কারণে সুরক্ষা বিবেচনায় ক্ষেত্র বিশেষে নিজ বাসা থেকে নিরাপদে সেবা প্রদান করছি। উল্লেখ্য ১৭ নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ডে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নিজস্ব কোন ওযার্ড কার্যালয় নাই। কাউন্সিলর নিজ খরচে কার্যালয় নিয়ে নাগরিক সেবা দেয়া হচ্ছে। তিনি বলেন তারপরও নাগরিক সেবার ক্ষেত্রে কোন অভাব অভিযোগ থাকলে কাউন্সিলর হিসেবে আমাকে অবহিত করলে যথাযথ ব্যবস্থা নেয়ো হবে। কাউন্সিলর ওয়ার্ডের নালা নর্দমা ও খালে কোন ধরনের ময়লা আবর্জনা ও পলিথিন না ফেলতে ওয়ার্ডবাসীকে অনুরোধ করে বলেন. এতে পনি প্রবাহ বাধাপ্রাপ্ত হয় ও মশার উপদ্রব বাড়ে।