বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী’র ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শ্রী বিপ্লব জলদাস সোমবার (১০ জানুয়ারি ২০২২) একুশে পদকপ্রাপ্ত উপমহাদেশের প্রখ্যাত ঢোলবাদক কিংবদন্তি লোকশিল্পী বিনয়বাঁশী জলদাসের স্মরণে প্রতিষ্ঠিত লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী’র ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী কেক কাটার মাধ্যমে পালন করা হয়েছে। সকাল ১০টায় কক্সবাজার লাবনী পয়েন্ট সংলগ্ন হোটেল মিশুক সেন্টারে কেক কাটার আয়োজন করা হয়। বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী’র সদস্যদের সঙ্গে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন শিল্পী বিনয়বাঁশী জলদাসের পুত্রবধূ শিল্পীগোষ্ঠীর প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক ঢোলবাদক লোকশিল্পী বাবুল জলদাসের সহধর্মিনী সংগঠনের পরিচালক ও সাধারণ সম্পাদক শ্রী বিপ্লব জলদাস’র মা স্বপ্না জলদাস।

এ সময় উপস্থিত ছিলেন সমাজসেবক রবীন্দ্র বিজয় বড়ুয়া, সংগঠনের সভাপতি প্রণব রাজ বড়ুয়া, সহ-সাধারণ সম্পাদক বকুল বড়ুয়া, কোষাধ্যক্ষ শ্রী দোলন জলদাশ, সাংস্কৃতিক সম্পাদক মোঃ খোরশেদ আলম চৌধুরী, নির্বাহী সদস্য কালীপদ দাস, শিপন সনাতন, শিল্পীরানী দাস, সুইটি দাস, ঝিনু নাথ, রত্না নাথ (জয়া), শিমু দাস, শয়ন দাস, সুকুমার দাস, পিংকি দাস। প্রমূখ
কেক কাটা শেষে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি কক্সবাজার সমুদ্র সৈকতে আনন্দ ভ্রমন করেন বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী’র নেতৃবৃন্দ।