১৬ দোকানদারকে ২১হাজার টাকা জরিমানা

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে আজ মঙ্গলবার নগরীতে মোবাইল কোর্ট পরিচালিত হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলীর নেতৃত্বে কোতোয়ালী থানাধীন রেয়াজ উদ্দিন বাজার ও জুবিলী রোডে বিধিনিষেধ আরোপ করা সত্ত্বেও দোকানে পলিথিন ব্যাগে পণ্য বিক্রি করা, ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করা এবং দোকানের সামনে ময়লা আবর্জনা ফেলে নোংরা পরিবেশ সৃষ্টি করার অপরাধে ১৬দোকানদারের বিরুদ্ধে মামলার রুজু পূর্বক ২১হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা,কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা প্রদান করে।