সমাজ সেবক আলহাজ্ব এম আলী আজগর চৌধুরীর ইন্তেকাল

ফতেয়াবাদ আর্দশ বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সাবেক সহ সভাপতি, ফতেয়াবাদ নাগরিক কমিটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব এম আলী আজগর চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।

রবিবার (৯ জানুয়ারি) রাত সাড়ে আটটায় নিজ বাসা ফতেয়াবাদে চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ১০ ই জানুয়ারি সোমবার সকাল ১১ টায় ফতেয়াবাদ হাই স্কুল মাঠে নামাজে জানাজা শেষে তাকে দাফন করা হবে।

মৃত্যুকালে স্ত্রী, ১ মেয়ে, ৪ ছেলে নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি। উলেখ্য তাঁর বড় সন্তান ড. আলী আরশাদ চৌধুরী চবি হিসাব বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও ছোট সন্তান সালাউদ্দীন আলী নূর মিন্টু সিটি ব্যাংক এর ছোট সন্তান সিটি ব্যাংক এর সিনিয়র এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত আছেন।

তাঁর মৃত্যুতে দৈনিক প্রিয় চট্টগ্রামের নির্বাহি সম্পাদক মির্জা ইমতিয়াজ শোক প্রকাশ করেছেন। সেই সঙ্গে তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

পাশাপাশি ফতেয়াবাদ আর্দশ উচ্চ বিদ্যালয়, ফতেয়াবাদ সিটি কর্পোরেশন বালিকা বিদ্যালয় ও কলেজ, ফ্রেন্ডস এশোসিয়েশন,  বিভিন্ন ব্যাক্তি ও প্রতিষ্ঠান তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।