রাউজানের ডাবুয়ায় ব্যাপক হারে বৃক্ষ নিধন

শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ রাউজান উপজেলার ২নং ডাবুয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের পুর্ব ডাবুয়ায় টিলা ভুমি থেকে কয়েক শত বিভিন্ন প্রজাতির চারা গাছ কেটে বৃক্ষ নিধন করা হচ্ছে । হলদিয়া ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলামের দখলে থাকা টিলা ভুমি থেকে ব্যাপক হারে বৃক্ষ নিধন করা হচ্ছে অবাধে । সরেজমিনে পরিদর্শন কালে দেখা যায় টিলা ভুমি থেকে কয়েকশত চারা গাছ কেটে ফেলা হয়েছে । হলদিয়া ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলামকে ফোন করে জানতে চাইলে, ডাবুয়া ইউনিয়নের পুর্ব ডাবুয়ায় ৪ একর টিলা ভুমি তার পিতা মৃত বাদশা মিয়ার মালিকানা জমি বলে দাবী করে বলেন, এ্টা জ্যোতের জায়গা । ঐ জমিতে আমার রোপন করা বৃক্ষ কাটা হচ্ছে । গাছ কাটার র্প পুনরায় নতুন করে গাছের চারা রোপন করা হবে ।গাছ কাটার ব্যাপারে সংশ্লিষ্ট কতৃপক্ষের অনুমতি নিয়েছে কিনা জানতে চাইলে চেয়ারম্যান শফিকুল ইসলাম গাছা কাটার বিষয়ে কোন অনুমতি নেয়নি বলে জানান । চট্টগ্রাম উত্তর বন বিভাগের আওতাধিন ইছামতি রেঞ্জের রাউজান ঢালার মুখ বন বিভাগের ষ্টেশন অফিসার আইয়ুব আলী মন্ডলের কাছে ফোন করে এ ব্যাপারে জানতে চাইলে, ষ্টেশন অফিসার আইয়ুব আলী মন্ডল বলেন,গাছ কাটতে হলে বন বিভাগের অনুমতি নিতে হয়। গাছ কাটার বিষয়ে আমার কাছ থেকে কোন অনুমতি নেয়নি । বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে । এ ব্যাপারে রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ বলেন, হলদিয়া ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম গাছ কাটার বিষয়ে আমার কাছ থেকে কোন অনুমতি নেয়নি। হলদিয়া ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম ঐ টিলা ভুমি তার পৈতৃক সুত্রে মালিকানা দাবী করলে ও নাম প্রকাশ না করার শর্তে এলাকার লোকজন জানান ঐ টিলা ভুমি সরকারী খাসঁজমি ।