শীতার্তদের সাহায্য ও সেবা পুণ্যময় ইবাদত

অগ্রগামী রক্ত কণিকা চট্টগ্রাম টিমের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তারা

“শীতার্তদের পাশে দাঁড়ায়, উষ্ণতা ছড়ায়” এ প্রতিপাদ্য সামনে রেখে অগ্রগামী রক্ত কণিকা চট্টগ্রাম টিমের ব্যবস্থাপনায় অসহায় শীতার্ত মানুষের মাঝে ৯ জানুয়ারী সকালে রাউজানের উত্তর হলদিয়া সাজেদা কবির চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে অগ্রগামী রক্ত কণিকা কেন্দ্রীয় পরিষদের কর্মকর্তা খন্দকার মোহাম্মদ সুমনের নেতৃত্বে চট্টগ্রাম টিমের সকল নেতৃবৃন্দ সহ উপস্থিত ছিলেন সাজেদা কবির চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানে আলম শরীফ, বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মাওলানা দিদারুল আলম, বাবু সবুজ বড়ুয়া মেম্বার, মোহাম্মদ আলী মেম্বার, মোঃ মমতাজ উদ্দিন। এসময় বক্তারা বলেন, শীতার্ত হতদরিদ্র মানুষের প্রতি সমাজের সামর্থ্যবান ও বিত্তশালী ব্যক্তিদের সাহায্য ও সহানুভূতির হাত সম্প্রসারিত করে তাদের পর্যাপ্ত পরিমাণে শীতবস্ত্র বিতরণ করে তাদের পাশে এসে দাঁড়ানো দরকার। নিঃস্বার্থভাবে শীতার্ত মানুষের সাহায্য ও সেবা করাই মানবতার সেবা। এমন মহৎ ও পুণ্যময় কাজই সর্বোত্তম ইবাদত। অসহায় মানুষকে দুর্দিনে সাহায্য, সহানুভূতি ও সহমর্মিতার মানসিকতা যাদের নেই, তাদের ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। সুতরাং নামাজ, রোজার সঙ্গে জনকল্যাণের তথা মানবিকতা ও নৈতিকতার গুণাবলি অর্জন করাও জরুরি। বক্তারা অগ্রগামী রক্ত কণিকা চট্টগ্রাম টিমের তরুণদের মানবিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং কার্যক্রমের ধারাবাহিকতা রক্ষায় সহযোগিতার আশ্বাস দেন। উল্লেখ্য, ‘অগ্রগামী রক্ত কণিকা’ বিগত ২০১৪ সালে একটি স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে দেশের আর্থসামাজিক ও মানবতার উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। ইতোমধ্যে এ সংগঠন থেকে রক্তদানে অসংখ্য মানুষকে সচেতন করা, দেশের বিভিন্ন জেলায় শীতবস্ত্র বিতরণ, বৃক্ষরোপণ কর্মসূচি, ইফতার বিতরণ কর্মসূচী, ফল উৎসব, গরীব ও মেধাবী শিক্ষার্থীর মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।