মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করেছিলেন আল্লামা আতাউর রহমান ইছাপুরী

খোশরোজ শরীফ মাহফিলে প্রফেসর ডা. এ.এস.এম এরফান
যুগশ্রেষ্ঠ মহান অধ্যাত্ন সাধক গাউছে মোকাররম শাহসুফী ছৈয়দ আল্লামা আতাউর রহমান ইছাপুরীর ৮৫তম খোশরোজ শরীফ উপলক্ষে ফটিকছড়িস্থ নানুপুর ইছাপুরী দরবারে আলোচনা, মিলাদ ও সেমা মাহফিল অনুষ্ঠিত হয়।

৪ জানুয়ারি বুধবার বিকেলে খোশরোজ শরীফ মাহফিলে সাজ্জাদানশীন শাহজাদা সৈয়দ আমান উল্লাহ আহসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন সাজ্জাদানশীন শাহজাদা প্রফেসর ডা. এ.এস.এম এরফান (মজিআ)। তিনি বলেন, পীরে তরিকত আতাউর রহমান ইছাপুরী (রহ.) উচ্চ পদে আসীন হয়েও সহজ-সরল ও সাধারণ জীবন যাপন করতেন। মানুষের সেবায় নিজের আয়-উপার্জন উৎসর্গ করেছিলেন তিনি। পার্থিব ও পারলৌকিক সামঞ্জস্য তার জীবনে পরিলক্ষিত হয়েছে। তিনি ছিলেন পেশাগত জীবনে বর্তমান সময়ের মডেল। কর্মের মাধ্যমে ধর্মের অনন্য সমন্বয় সাধন করেছেন তিনি। ব্যক্তিগত জীবনে সরকারি উচ্চপদে আসীন হয়েও তরিকতের কাজে ন্যয়নিষ্ঠ অবদান রেখে গেছেন। ফটিকছড়িস্থ নানুপুর ইছাপুরী দরবারে অনুষ্ঠিত মাহফিলে উপস্থিত ছিলেন, শাহজাদা ছৈয়দ একরাম উল্লাহ এমরান শাহ্, শাহজাদা এস.এম.এ সোলায়মান (ফরমান)। বক্তব্য রাখেন, অধ্যক্ষ আ ন ম দেলোয়ার হোসাইন। সৈয়দ মুসলিম উদ্দিনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন শাহজাদা সৈয়দ কায়সারুল ইসলাম শাহীন, শাহজাদা সৈয়দ শহীদ জাফর (দুলাল), মো. আবু তৈয়ব প্রমুখ। মাহফিলে শুভেচ্ছা বক্তব্যে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, নরসিংদী, শিবপুর ও দেশের বিভিন্ন এলাকা থেকে আগত আশেক, ভক্ত, মুরিদান এবং বিভিন্ন পত্রিকার মালিক ও সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা ও মোবারকবাদ জানান শাহজাদা ছৈয়দ এরশাদুল্লাহ সোলাইমান (ফরমান)। শেষে দেশ, জাতির কল্যাণ কামনা ও মহামারি করোনা-ওমিক্রনসহ সকল মুসিবত থেকে পরিত্রাণে মহান আল্লাহর দরবারে মুনাজাত পরিচালনা করেন শাহজাদা সৈয়দ আমান উল্লাহ আহসান।