আলহাজ্ব সৈয়দ সফিক আহমদ (সফি) চিশ্তীকে সম্মাননা প্রদান

হবিগঞ্জ জেলা চুনারুঘাট, মুড়ারবন্দস্থ হযরত শাহ্ জালাল (রহ.)’র সফরসঙ্গী বাংলাদেশের প্রথম আযানকারী হযরত সৈয়দ নাসির উদ্দিন সিপাহ্শালা মদনীসহ ১২০ আউলিয়ার বার্ষিক ৭০১ তম ওরশ শরিফ উপলক্ষে ইমাম শেরে বাংলা (রহ.) সুন্নী ফাউন্ডেশনের পক্ষ থেকে আলহাজ্ব সৈয়দ সফিক আহমদ (সফি) চিশ্তীকে আধ্যাত্মিক ও বিভিন্ন দরবারের খেদমত ও মানবতার সেবায় অনন্য অবদান রাখায় গুণীজন হিসেবে সংবর্ধনা দেয়া হয়। আজ ২৬ ডিসেম্বর হবিগঞ্জ চুনারুঘাট, মুড়ারবন্দস্থ শফি চিশ্তী মঞ্জিলে ইমাম শেরে বাংলা (রহঃ) সুন্নী ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা আবু মুসা কাদেরী শাহসূফী সৈয়দ সফিক আহমদ (সফি) চিশ্তীকে ক্রেস্ট ও সম্মাননা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন শাহজাদা সৈয়দ শামুন শাহ্, আলহাজ্ব আবদুল মোমেন, নাজিম উদ্দিন নাজিম প্রমুখ। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, শাহ্সূফী সৈয়দ সফিক আহমদ (সফি) চিশ্তী সুন্নিয়তের প্রচারে, দ্বীনের খেদমতে ও মানবতার কল্যাণে নিজেকে উৎসর্গীত রেখেছেন।