এশিয়ান গ্রুপের এমডি শিল্পপতি আবদুস সালামের মাতা আনোয়ারা বেগমের ইন্তেকাল

চট্টগ্রাম চেম্বারের সাবেক সিনিয়র সহ-সভাপতি, বিজিএমইএ এর সাবেক ১ম সহ-সভাপতি ও পরিচালক, বাংলাদেশ রেডক্রিসেন্টের ট্রেজারার, এশিয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট সমাজসেবক, শিল্পপতি আলহাজ্ব মুহাম্মদ আবদুস সালামের মাতা রত্নগর্ভা আলহাজ্ব আনোয়ারা বেগম (৮৫) গতকাল রাত ১০.১৫ মিনিটের সময় ঢাকার এভারকেয়ার হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি …. রাজিউন)। মৃত্যুকালে তিনি ৫ ছেলে, ৩ মেয়ে, নাতি-নাতনি সহ অসংখ্য আত্মিয় স্বজন রেখেযান। মরহুমার নামাজের জানাজা ২৭ ডিসেম্বর সোমবার বাদে জোহর নগরীর জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে অনুষ্ঠিত হয়। মরহুমার ইন্তেকালে মাননীয় ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, শিক্ষা উপমন্ত্রী ব্যারিষ্টার মুহিবুল হাসান চৌধুরী, আলহাজ্ব মোছলেম উদ্দিন আহমেদ এম.পি, এম.এ লতিফ এম.পি, সিটি মেয়র আলহাজ্ব রেজাউল করিম চৌধুরী, সাবেক মেয়র আলহাজ্ব এম. মনজুর আলম, আলহাজ্ব আ.জ.ম নাছির উদ্দিন, আলহাজ্ব খোরশেদ আলম সুজন, চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম, বিজিএমইএ এর সভাপতি ফারুক হাসান, চট্টগ্রাম ক্লাবের চেয়ারম্যান নাদের খান, ভাইস চেয়ারম্যান জহুরুল ইসলাম আলমগীর, রেডক্রিসেন্ট চট্টগ্রাম জেলা ইউনিটের ভাইস চেয়ারম্যান ডা. শেখ শফিউল আজম, সাধারণ সম্পাদক আসলাম খান, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের প্রেসিডেন্ট এম.এ তাহের খান, সেক্রেটারী জেনারেল রেজাউল করিম আজাদ, ডোনার মেম্বার আলমগীর ইসলাম বঈদী, শাহ আমানত (রহ.) দরগাহ এর সাজ্জাদানশীন বেলায়ত উল্লাহ খান, ও.আর নেজাম রোড আ/এ কল্যাণ সমিতি, আনোয়ারা-তাহের লায়ন্স লিজিওথেরাপি ক্লিনিক, এশিয়ান ও ডাব গ্রুপের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ শোক প্রকাশ করেন এবং শোকাহত পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

শিল্পপতি সালামের মায়ের ইন্তেকালে মেয়রের শোক

এশিয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ রেডক্রিসেন্ট’র ট্রেজারার শিল্পপতি মো. আবদুস সালামের মা আনোয়ারা বেগমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। আজ সোমবার সকালে এক শোকবার্তায় মেয়র মরহুমের রূহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।