আরআরআরসির স্টিকারযুক্ত গাড়ী থেকে কোটি টাকার ইয়াবা উদ্ধার

নিউজচিটাগাং::শরণার্থী ত্রাণ প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) অফিসের স্টিকারযুক্ত গাড়ী থেকে প্রায় কোটি টাকা মূল্যের ১৯,৩১০ টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র‌্যাব-১৫। গতকাল মঙলবার ১৬ এপ্রিল বিকাল সাড়ে পাঁচটার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ রাস্তার হিমছড়ি সেনা চেকপোষ্ট এলাকা থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়। তবে, জড়িত কাউকে আটক করতে পারেনি অভিযানকারীরা। গাড়ির চালককে চিহ্নিত করা হয়েছে। র‌্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার (সহকারী পরিচালক-মিডিয়া) মোঃ শাহ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার জেলার রামু থানাধীন কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ রাস্তা দিয়ে টেকনাফ হতে কক্সবাজারগামী একটি নাম্বার বিহীন হাইলাক্স নিশান পিকআপ গাড়ী যোগে কতিপয় মাদক ব্যবসায়ী মাদক দ্রব্য (ইয়াবা) ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে ১৬ এপ্রিল বিকাল সাড়ে ৫টার দিকে চৌকশ আভিযানিক দল কক্সবাজার টু টেকনাফ মেরিন ড্রাইভ রাস্তার হিমছড়ি সেনা চেকপোষ্ট সংলগ্ন স্থানে একটি বিশেষ চেকপোষ্ট স্থাপন করে গাড়ী তল্লাশী শুরু করে। গাড়ী তল্লাশীর একপর্যায়ে একটি হাইলাক্স নিশান পিকআপ যার সামনে ইংরেজিতে ‘আরআরআরসি’ ষ্টীকার যুক্ত আসতে দেখে গাড়ীর চালককে থামানোর সংকেত দেয়া হয়।