চসিক মেয়রকে স্মারকলিপি দিলো ডিপ্লোমা প্রকৌশলীরা

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরীর সাথে আজ রোববার দুপুরে টাইগারপাসস্থ অস্থায়ী নগর ভবনে তাঁর দপ্তরে চসিক ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন নেতৃবৃন্দ সাক্ষাত করে তাদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে স্মারকলিপি পেশ করেন।
তাদের স্মারকলিপিতে মেয়রের নিকট ৭দফা দাবিনামা পেশ করেন। ৭দফার মধ্যে উল্লেখযোগ্য হলো নিয়োগ পদোন্নতি কমিটি সংশোধনে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের প্রতিনিধি রাখা, আইইবির সদস্য নাহলে সহকারী প্রকৌশলী পদে আবেদন করতে পারবেনা এই শর্ত চাকরির বিধিমালা থেকে বাতিল, ২০১৬সালে নিয়োগ পাওয়া অস্থায়ী উপসহকারী প্রকৌশলীদের চাকরি স্থায়ী করা, চসিকে সর্বজনগ্রাহ্য একটি নিয়োগ বিধি প্রণয়ন করা ইত্যাদি।
মেয়র তাদের দাবিনামার বিষয়ে ডিপ্লোমা প্রকৌশলী এসোসিয়েশন নেতৃবৃন্দকে বিধি বিধান অনুযায়ী কি করা যায় তা ভেবে দেখার আশ্বাস দেন
এসময় ডিপ্লোমা প্রকৌশলীদের পক্ষে স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি প্রকৌশলী মো. জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক প্রকৌশলী সুদীপ বসাক, মো. গোফরান, মশিউর রহমান পাভেল প্রমুখ।