রাউজানে ৪৮৮ ভুমিহীন পরিবারের জন্য আশ্রয়ন প্রকল্প

শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ রাউজানে অবৈধ দখল থেকে ৩০ একর সরকারী খাসঁ জমি উদ্বার করে ৪শত ৮৮ টি পরিবারকে পুনঃবাসন করার জন্য নির্মান করা হয়েছে আশ্রয়ন প্রকল্প । আরো বিপুল পরিমান সরকারী খাসঁ জমি প্রভাবশালী ব্যক্তিদের জবর দখলে । প্রভাবশালী ব্যক্তিদের জবর দখলে থাকা সরকারী খাসঁ জমিতে গড়ে তোলেছে বৃক্ষের বাগান, ঘরবাড়ী । রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের বৃকবানপুর, বৃন্দ্বাবনপুর, বানারস, জানিপাথর, গলাচিপা, এয়াসিন নগর, গর্জনিয়া, হলদিয়া, দক্ষিন ক্ষিরাম, উত্তর আইলী খীল, ডাবুয়া ইউনিয়নের রাধামাধবপুর, সিংহরিয়া, সুড়ঙ্গা, হিংগলা, মেলুয়া, কলমপতি, দক্ষিন হিংগলা, রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডের আইলী খীল, ওয়াহেদের খীল, জঙ্গল রাউজান, রাউজান রাবার বাগান, কাজী পাড়া, রহমত পাড়া, পশ্চিম রাউজান, রাউজান ইউনিয়নের পুর্ব রাউজান, চেহেরী খীল, মুখছড়ি, চিকনছড়া, রশিদরপাড়া, জয়নগর বড়ুয়া পাড়া, ভোমরঢালা, রাণি পাড়া, শমশের নগর, কদলপুর ইউনিয়নের কালকাতর পাড়া, শমশের পাড়া, দক্ষিন শমশের পাড়া, আশরফ নগর, ভোমর পাড়া, দক্ষিন জয়নগর, পাহাড়তলী ইউনিয়নের শাহেদুল্ল্রাহ কাজী পাড়া, উনসত্তর পাড়া, সন্দ্বীপ পাড়া, মহামুনি, বহলপুর এলাকা সমুহ পাহাড়ী এলাকা। পাহাড়ী এলাকায় রয়েছে বিপুল পরিমান সরকারী খাসঁ জমি । রাউজানের পাহাড়ী এলাকার সরকারী খাসঁ জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে বন বিভাগ পুর্ব রাউজান, কদলপুর, উনসত্তর পাড়া এলাকায় ৬০ একর জমিতে সামাজিক বনায়ন করেছে । রাউজানের হলদিয়া ইউনিয়নের এয়াসিন নগর দইল্যা টিলা, হরিস্যা টিলা, ডাবুয়া ইউনিয়নের বটতইল্যা টিলা, এয়াসিন নগর, সুড়ঙ্গা, রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডের ফকিরতকিয়া পাড়া, করিম নগর, ৭নং রাউজান ইউনিয়নের পুর্ব রাউজান, কদলপুর ইউনিয়নের শমশের পাড়া, দক্ষিন জয়নগর এলাকায় সরকারী খাসঁ জমি থেকে অবৈধ দখল উচ্ছেদ করে সরকারী খাসঁ জমিতে মুজিব বর্ষ উপলক্ষে ভুমিহীন পরিবারের সদস্যদের পুনঃবাসন করার জন্য ৪শত ৮৮ টি ভুমিহীন পরিবারের জন্য নির্মান করা হয়েছে আশ্রয়ন প্রকল্প । আশ্রয়ন প্রকল্পে ৪শত ৮৮ টি ভুমিহীন পরিবারকে পুনঃবাসন করা হয়েছে । রাউজানের পাহাড়ী এলাকার বিপুল পরিমান সরকারী খাসঁ জমি এখনো প্রভাবশালী ব্যক্তিদের জবর দখলে রয়েছে । রাউজানের হলদিয়া ইউনিয়নের বৃকবানপুর এলাকায় রাউজানের এক প্রভাবশালী জনপ্রতিনিধি বিপুল পরিমান সরকারী খাসঁ জমি জবর দখল করে বৃক্ষের বাগান ও খামার বাড়ী গড়ে তোলেছেন । প্রভাবশালী ব্যক্তির জবর দখল করা সরকারী খাসঁ জমিতে বৃক্ষের বাগান ও খামার বাড়ীতে যাতায়াতের জন্য নির্মান করা হয়েছে সরকারী বরাদ্বের টাকায় সড়ক, কালভার্ট, বসানো হয়েছে সরকারী গভীর নলকুপ । রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের বৃকবানপুর, বৃন্দ্বাবনপুর, বানারস, জানিপাথর, গলাচিপা, এয়াসিন নগর, গর্জনিয়া, হলদিয়া, দক্ষিন ক্ষিরাম, উত্তর আইলী খীল, ডাবুয়া ইউনিয়নের রাধামাধবপুর, সিংহরিয়া, সুড়ঙ্গা, হিংগলা, মেলুয়া, কলমপতি, দক্ষিন হিংগলা, রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডের আইলী খীল, ওয়াহেদের খীল, জঙ্গল রাউজান, রাউজান রাবার বাগান, কাজী পাড়া, রহমত পাড়া, পশ্চিম রাউজান, রাউজান ইউনিয়নের পুর্ব রাউজান, চেহেরী খীল, মুখছড়ি, চিকনছড়া, রশিদরপাড়া, জয়নগর বড়ুয়া পাড়া, ভোমরঢালা, রাণি পাড়া, শমশের নগর, কদলপুর ইউনিয়নের কালকাতর পাড়া, শমশের পাড়া, দক্ষিন শমশের পাড়া, আশরফ নগর, ভোমর পাড়া, দক্ষিন জয়নগর, পাহাড়তলী ইউনিয়নের শাহেদুল্ল্রাহ কাজী পাড়া, উনসত্তর পাড়া, সন্দ্বীপ পাড়া, মহামুনি, বহলপুর এলাকায় প্রভাবশালী ব্যক্তিরা সরকারী খাসঁ জমি জবর দখল করে এলাকার দরিদ্র ভুমিহীন পরিবারের কাছ থেকে টাকা নিয়ে স্টাম্পে দলিল দিয়ে বিক্রয় করার ব্যাপক অভিযোগ রয়েছে । প্রভাবশালী ব্যক্তিদের জবর দখলে থাকা সরকারী খাসঁ জমি টাকা দিয়ে নিয়ে ভুমিহীন পরিবারের সদস্যরা ঘরবাড়ী নির্মান করে পরিবার পরিজন নিয়ে বসবাস করছেন । রাউজানের পাহাড়ী এলাকায় জবর দখলে থাকা বিপুল পরিমান সরকারী খাসঁ জমি উদ্বার করা হলে আরো কয়েক হাজার ভুমিহীন পরিবারকে আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে পুনঃবাসন করা যাবে বলে এলাকার লোকজন তাদের অভিমত ব্যক্ত করেন । চট্টগ্রাম উত্তর বন বিভাগের ইছামতি রেঞ্জের আওতাধিন রাউজান ঢালার মুখ বন বিভাগের ষ্টেশন অফিসার আইয়ুব আলী মন্ডল বলেন, রাউজানের পাহাড়ী এলাকায় ৬০ একর সরকারী খাসঁ জমি জবর দখল থেকে উদ্বার করে বন বিভাগ সামাজিক বনায়ন করেছে । রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ বলেন, রাউজানের পাহাড়ী এলাকায় যোগাযোগ ব্যবস্থা উন্নত এলাকায় ৩০ একর সরকারী খাসঁ জমি অবৈধ দখল থেকে মুক্ত করে ৪শত ৮৮ টি ভুমিহীন পরিবারকে পুনঃবাসন করা হয়েছে আশ্রয়ন প্রকল্প নির্মানের মাধ্যমে । আশ্রয়ন প্রকল্প নির্মান করার মাধ্যমে সরকারী খাসঁ জমিতে আরো বেশ কিছু ভুমিহীন পরিবারের জন্য ঘর নির্মান কাজ করার উদ্যোগ নেওয়া হয়েছে ।