ঢাকাস্থ জাতীয় প্রেসক্লাব ভিআইপি লাউঞ্জে অমর প্রকাশনী কর্তৃক ‘মাদার অব হিউমিনিটি জননেত্রী শেখ হাসিনা’ ও বঙ্গবন্ধু শেখ মুজিবকে নিয়ে কিছু ঘটনা ও রটনা’ দু’টি গ্রন্থের প্রকাশনা ও উৎসব ও আলোচনা সভায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জনাব শ.ম. রেজাউল করিম এমপি হতে “সম্মাননা স্মারক ২০১৯” গ্রহণ করছেন হোটেল সী ওয়ার্ল্ড ও বাশার গ্রুপ অব কোম্পানীর চেয়ারম্যান এন্ড সিইও, আলহাজ্ব আবুল বশর আবু। উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর উপাচার্য ও সাবেক তথ্য সচিব মহোদয়।