গ্রামের বাড়িতে আসলেন জৈষ্ঠ্য বিচারপতি মাহমুদুল হক

শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ সামাজিক অনুষ্ঠানে গ্রামের বাড়ী রাউজান উরকিচর আসলেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের মাননীয় জৈষ্ঠ্য বিচার পতি মাহমুদুল হক। ২২ ডিসেম্বর বুধবার দুপুরে তিনি জন্মভূমি উরকিচর আসেন। তিনি দুপুরে আবদুল গণি শাহ জামে মসজিদে জুমার নামাজ আদায় করে প্রয়াত মা-বাবারবকবর জিয়ারত করেন। এসময় বিচার প্রতিকে গ্রামের লোকজন এক নজর দেখতে আসলে তিনি তাদের সাথে কৌশল বিনিময় করেন। এর আগে বিচারপতি মাহমুদুল হককে স্বাগত জানান উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও উরকিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আবদুল জব্বার সোহেল। এসময় উপস্থিত ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ, বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা উরকিরচরের সন্তান লে. কর্নেল ইমরান হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নুর মোহাম্মদ, আওয়ামিলীগ নেতা নুরুল আবছার,আবদুল মজিদ,শফিউল আলম,আলহাজ্ব নরুল আমিন,সরওয়ারুল আলম,জাহাঙ্গীর সুমন,নাছির মেম্বার, জানে আলম মেম্বার সহ স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।