ড. আসমা সিরাজুদ্দীন এর মৃত্যুতে চবি উপাচার্য, উপ-উপাচার্যের শোক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অবসরপ্রাপ্ত প্রফেসর ড. আসমা সিরাজুদ্দীন-এর মৃত্যুতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার ও মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। মাননীয় উপাচার্য ও উপ-উপাচার্য মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন। প্রথিতযশা এ শিক্ষাবিদের মৃত্যুশোক যাতে তাঁর পরিবার-পরিজন কাটিয়ে ওঠতে সক্ষম হন তার জন্য মাননীয় উপাচার্য ও উপ-উপাচার্য পরম করুণাময় সৃষ্টিকর্তার দরবারে প্রার্থনা করেছেন। উল্লেখ্য যে, মরহুম প্রফেসর ড. আসমা সিরাজুদ্দীন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বর্তমান চবি প্রফেসর ইমেরিটাস, একুশে পদকপ্রাপ্ত ও জাতীয় অধ্যাপক, প্রখ্যাত ইতিহাসবিদ প্রফেসর ড. আলমগীর মোহাম্মদ সিরাজুদ্দীন এর সহধর্মিণী।
মাননীয় উপাচার্য ও উপ-উপাচার্য এক শোকবাণীতে বলেন, প্রফেসর ড. আসমা সিরাজুদ্দীন ছিলেন অত্যন্ত মেধাবী, অমায়িক, ভদ্র, মার্জিত, সদা হাস্যোজ্জ্বল নিভৃতচারী একজন আদর্শ শিক্ষক। তিনি ছিলেন আলোকিত মানুষ গড়ার কারিগর। শিক্ষকতা জীবনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে তিনি যে অবদান রেখে গেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তা চিরদিন কৃতজ্ঞচিত্তে স্মরণ রাখবে। এ খ্যাতিমান ইতিহাসবিদের মৃত্যুতে দেশের শিক্ষাক্ষেত্রে যে অপূরণীয় ক্ষতি হয়েছে তা সহজে পূরণ হবার নয়।