বেগম মুশতারী শফির মৃত্যুতে চবি উপাচার্য, উপ-উপাচার্যের শোক

বীর মুক্তিযোদ্ধা নারী নেত্রী বরেণ্য সাহিত্যিক-লেখিকা যুদ্ধাপরাধীদের বিচার দাবির আন্দোলনের অন্যতম নেতা বেগম রোকেয়া পদক প্রাপ্ত শহীদ জায়া বেগম মুশতারী শফির মৃত্যুতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার ও মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। মাননীয় উপাচার্য ও উপ-উপাচার্য মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন। এ মহিয়ষী রমণীর মৃত্যুশোক যাতে তাঁর পরিবার-পরিজন কাটিয়ে ওঠতে সক্ষম হন তার জন্য মাননীয় উপাচার্য ও উপ-উপাচার্য পরম করুণাময় সৃষ্টিকর্তার দরবারে প্রার্থনা করেছেন। মাননীয় উপাচার্য ও উপ-উপাচার্য এক শোক বাণীতে বলেন, মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য এ মহান নারী নেত্রীকে দেশ-জাতি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে।