চট্টগ্রাম মিডিয়া ফোরামের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান

মহান বিজয় দিবস ও সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন চট্টগ্রাম মিডিয়া ফোরামের উদ্যোগে গত ১৮ ডিসেম্বর বিকাল ৪ টায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে সংগঠনের কার্যকরী সভাপতি বিশিষ্ট কণ্ঠ শিল্পী এফ এ নয়ন চৌধুরীর সভাপতিত্বে ও নাট্য পরিচালক ও সাধারণ সম্পাদক মঞ্জুর মোর্শেদের সঞ্চালনায় বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান ও এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা কাউন্সিলর নিলু নাগ ও আঞ্জুমান আরা চৌধুরী। এতে আরও বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি বিশিষ্ট নাট্য অভিনেতা আলী নেওয়াজ, সহ-সভাপতি বিশিষ্ট নাট্য অভিনেতা দেবাশীষ চৌধুরী, নাট্য পরিচালক ও নাট্য বিষয়ক সম্পাদক আব্দুল মোমিন খান, অভিনেতা ও সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম চৌধুরী, সংগঠনের উপদেষ্টা আব্দুল মজিদ চৌধুরী, উপদেষ্টা গীতিকার প্রবাসী মুহিবুল্লাহ, চিত্রনায়ক পঙ্কজ বৈদ্য সুজন এস.এম. রহিম, কন্ঠ শিল্পী সায়েফ রোখন, কণ্ঠশিল্পী ইসহাক, প্রযোজক ও অর্থ সম্পাদক মিজানুল হক, প্রচার সম্পাদক ইরাত, দপ্তর সম্পাদক রানা বৈরাগী, গীতিকার ও অর্থসম্পাদক হারুন উর রশিদ হারুন, মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন বীর মুক্তিযোদ্ধা এটিএম শামসুল আলম, বীর মুক্তিযোদ্ধা ফজল করিম, বীর মুক্তিযোদ্ধা নুরুল আমিন প্রমুখ।