সেনাবাহিনী পার্বত্যাঞ্চলে সেবা ও উন্নয়ন মুলক কাজ করে চলছে-রাঙামাটি রিজিয়ন কমান্ডার

মোঃ নজরুল ইসলাম লাভলু,কাপ্তাই।
>>বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্যাঞ্চলে সেবা ও উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে। পার্বত্য শান্তি চুক্তির ২৪ বছরে সেনাবাহিনী সকল সম্প্রদায়ের নিরাপত্তা দেওয়ার পাশাপাশি বিভিন্ন উন্নয়ন কাজ করছে। বঙ্গবন্ধুর এই পার্বত্যাঞ্চলের উন্নয়ন নিয়ে স্বপ্ন ছিল। আমরা তার স্বপ্নের বাস্তবায়নে কাজ করছি। রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ইফতেকুর রহমান পিএসসি শনিবার (১৮ ডিসেম্বর) কাপ্তাই ৫৬ জোনের আয়োজনে ভ্রাম্যমাণ পাঠাগার উদ্বোধন ও শিক্ষা উপকরণ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কাপ্তাই সেনাজোন ৫৬ ই বেঙ্গল অধিনায়ক লেঃ কর্ণেল আনোয়ার জাহিদ পিএসসি। ৩০৫ রাঙামাটি রিজিয়ন হতে ভ্রাম্যমাণ পাঠাগার কাপ্তাই ৫৬ ই বেঙ্গলকে প্রদান করা হয়। এসময় রাঙামাটি রিজিয়ন কমান্ডার ও মিসেস ইফতেকুর রহমান ৬টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। প্রধান অতিথি আরো বলেন, নতুন প্রজন্ম জ্ঞানের আলোয় আলোকিত করে সুন্দর সোনার বাংলা উপহার দিবে। বিতরণ অনুষ্ঠানে কাপ্তাই ডিজিএফআই শাখার অধিনায়ক লেঃ কর্ণেল আলী আক্কাছসহ কাপ্তাই জোনের পদাধিক অফিসার ও জেসিওগন উপস্থিত ছিলেন।