কেনা হচ্ছে ৬৫ মিটার উচ্চতার আগুন নেভানোর ১১ লেডার

>>আগুন নেভানো ও উদ্ধার কাজের সক্ষমতা বাড়াতে ১৫০ কোটি টাকা ব্যয়ে ৬৫ মিটার উচ্চতায় ১১টি লেডার (যান্ত্রিক মই) কেনা হচ্ছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান।

বুধবার (১৫ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

 

এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মো. মোহসীনসহ মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী বলেন, উদ্ধার ও অনুসন্ধান কাজের সক্ষমতা বাড়ানোর জন্য প্রধানমন্ত্রী এই মন্ত্রণালয়কে ২ হাজার ২৭৩ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। এর মধ্যে ১৫০ কোটি টাকা আমরা পেয়েছি। এ অর্থ দিয়ে উচ্চ ক্ষমতাসম্পন্ন লেডার কেনা হচ্ছে। এটা প্রায় ৬৫ মিটার উচ্চতায় আগুন নেভানো ও উদ্ধার কাজের সক্ষমতা সম্পন্ন। এমন ১১টি লেডার কেনার জন্য আমরা ১৫০ কোটি টাকা বরাদ্দ দিয়েছি।

তিনি বলেন, এই লেডারগুলো আমরা ঢাকায় দুটি, চট্টগ্রামে তিনটি, অন্যান্য ছয়টি বিভাগে একটি করে দেব। এগুলো কেনা হলে আমাদের সক্ষমতা আরও বাড়বে। চলতি বছরের ৫ জানুয়ারি একনেকে প্রকল্পটি পাস হয়েছে। গত জুলাইয়ে দেড়শ কোটি টাকা বরাদ্দ পাওয়া গেছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, পর্যায়ক্রমে প্রত্যেক জেলা ও উপজেলা হেডকোয়ার্টারের জন্য এই লেডার কেনা হবে। একইসঙ্গে সিপিপির (ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি) সক্ষমতা বাড়ানোর জন্য ৩০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে বলেও জানান ডা. মো. এনামুর রহমান। এছাড়া অন্যান্য যন্ত্রপাতির তালিকা করা হয়েছে। পর্যায়ক্রমে অর্থ বরাদ্দ সাপেক্ষে এগুলো কেনা হবে।