চবিতে যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ কেন্দ্রের সভা অনুষ্ঠিত

যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ কেন্দ্র, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-এর এক সভা ৮ ডিসেম্বর ২০২১ দুপুর ১২:০০ টায় চবি উপাচার্য দপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উক্ত কমিটির সভাপতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। সভায় কমিটির সদস্য-সচিব চবি আইন অনুষদের ডিন প্রফেসর এ বি এম আবু নোমান, সদস্য-চবি জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. লায়লা খালেদা (আঁখি), চট্টগ্রাম জেলার অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এডভোকেট জিনাত সোহানা চৌধুরী, সমাজ উন্নয়ন ও মানবাধিকার সংগঠন ‘ইলমা’র প্রধান নির্বাহী মিসেস জেসমিন সুলতানা পারু উপস্থিত ছিলেন এবং অনলাইনে অংশগ্রহণ করেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. আয়শা আকতার ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের উপ-পরিচালক জনাব মৌলী আজাদ।
সভায় যৌন হয়রানি ও নিপীড়ন প্রতিরোধে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হলসমূহে সচেতনতামূলক সেমিনার আয়োজন এবং ১ম বর্ষ অনার্স কোর্সে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাসে সচেতনতামূলক দিক নির্দেশনা প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।