ফটিকছড়িতে হারুয়ালছড়ির নবনির্বাচিত চেয়ারম্যান ইকবাল সংবর্ধিত

মধ্য হারুয়ালছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটি কর্তৃক ইউনিয়ন পরিষদ নির্বাচনে ফটিকছড়ির ৫ নং হারুয়ালছড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব  ইকবাল হোসেন চৌধুরীকে টানা ৩য় বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় সংবর্ধনা প্রধান করা হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কাজী গোলাম সরওয়ার সুরুজের সভাপতিত্বে ও প্রধান শিক্ষিকা খাদিজা খাতুন জান্নাতের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন সংবর্ধিত অতিথি নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব ইকবাল হোসেন চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন মির্জারহাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রেজাউল করিম চৌধুরী, নবনির্বাচিত মেম্বার মো. মামুন, যুবলীগ নেতা সঞ্জয় ধর, সহকারী শিক্ষক মিথুন বড়ুয়া, বেলাল উদ্দিন, নারগিস জাহান, সেলিনা আক্তার, যুবলীগ নেতা মোহাম্মদ এনাম, মো. হোসেন ভান্ডারী, মো. তৌহিদ, আবদুর রাজ্জাক প্রমূখ। শেষে নবনির্বাচিত চেয়ারম্যানকে ক্রেস্ট প্রদান করে সংবর্ধিত করা হয়।