বাংলা নববর্ষ-১৪২৬ উপলক্ষে নগরবাসীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ.জ.ম.নাছির উদ্দীন। তিনি আজ শনিবার এক বিবৃতিতে বলেন,পহেলা বৈশাখে বাঙালি সংস্কৃতির এ চর্চা আমাদের জাতিসত্তাকে আরও বিকশিত করবে। আমাদেরকে আরও ঐক্যবদ্ধ করবে। সাম্প্রদায়িকতা, ধর্মান্ধতা ও দেশবিরোধী অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার সাহস যোগাবে। আজকের এদিনে সকল জরাজীণ ও গ্লানি মুছে দিয়ে বাঙালির জীবনে ১৪২৬ সন সুখ, সমৃদ্ধি ও অনাবিল আনন্দ বয়ে আসুক এই প্রত্যাশা করেন সিটি মেয়র।











