রাসায়নিক কারখানায় অগ্নিকাণ্ড

সাগরিকা জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের পাশে একটি রাসায়নিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে হোমল্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ-এ অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে আসে স্টেডিয়ামের নিরাপত্তায় রাখা ফায়ার সার্ভিসের একটি ইউনিট।

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক নিউটন দাস বাংলানিউজকে বলেন, আগুন নেভানোর কাজে যোগ দেয় ১২টি ইউনিট। তবে তাৎক্ষণিক আগুন লাগার কারণ জানা যায়নি। রাসায়নিক কারখানাটিতে বিপুল দাহ্যপদার্থ থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়।

ফায়ার সার্ভিসের চট্টগ্রাম বিভাগীয় উপ পরিচালক আনিসুর রহমান বলেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে। রাসায়নিক কারখানা হওয়ায় ভেতরে পানি ছিটানো হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।

শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার জসিম উদ্দিন বলেন, সকালে কারখানার বৈদ্যুতিক তারে ত্রুটি দেখা দিয়েছিল। মেরামতের সময় শর্ট সার্কিট থেকে এই দুর্ঘটনা ঘটতে পারে। তবে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনা ঘটেনি।