সমুদ্রপৃষ্ঠ থেকে ১৮০০ ফুট উঁচুতে দারুসসালাম জামে মসজিদ

সোহেল সাইদ:: “দারুসসালাম জামে মসজিদ, সাজেক ভ্যালি”। বাংলাদেশের সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত আল্লাহর ঘর। সমুদ্রপৃষ্ঠ থেকে ১৮০০ ফুট উঁচুতে অবস্থিত এই মসজিদ। বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক তত্বাবধানে, রাংগামাটি জেলা পরিষদের অর্থায়নে এই মসজিদ নির্মিত হচ্ছে। সুদৃশ্য এই মসজিদের সিংহভাগ কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। খুব শীঘ্রই এই মসজিদ ইবাদতের জন্য খুলে দেওয়া হতে পারে। এই বিধর্মী জুম্ম অধ্যুষিত পাহাড়ি অঞ্চল প্রতিদিন আজানের শব্দে মুখরিত হবে ইনশাআল্লাহ্। ইসলামের দাওয়াতও পৌঁছে যাবে এই সব অন্ধকারে নিমজ্জিত পাহাড়ি নৃগোষ্ঠীদের কাছে।