শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রাম-রাঙামাটি সড়কের মুন্সির ঘাটা এলাকায় কাগজপত্রবিহীন ও অবৈধ মোটরসাইকেলে চালকদের বিরুদ্ধে অভিযান শুরু করছেন রাউজান থানা পুলিশ। গত ২১-নভেম্বর রবিবার থেকে এসআই মো: শাহাদাত হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সহযোগিতা করেন ট্রাফিক সার্জেন্ট ও থানা পুলিশ। এসময় অবৈধ মোটর সাইকেল ও কাগজপত্রবিহীন গাড়ি পর্যবেক্ষন এবং প্রাথমিক ভাবে সতর্কতা প্রদান করা হয়েছে। এ সময় মোটরসাইকেল চালকদের থামিয়ে তাদের কাগজ পত্র যাচাই করেন। অভিযানের সময় আটক হওয়া মোটরসাইকেল গুলোর কাগজপত্র সঠিক পেয়ে তাদের ছেড়ে দেয়া হয়। অভিযানের সময় সাথে কাগজপত্র না থাকায় ৫টি মোটরসাইকেল থানায় নিয়ে যান পুলিশ। পরে আটক ঐ গাড়ির মালিকারা বাসা থেকে কাগজপত্র নিয়ে গেলে গাড়ি গুলো ফেরত দেয়া হয়।
এ বিষয়ে রাউজান থানার এসআই মো: শাহাদাত হোসেন বলেন, অবৈধ মোটরসাইকেল রোধে আমাদের এই অভিযান শুরু হয়েছে। নিরাপদ সড়ক গড়তে আমাদের এই অভিযান পরিচালিত হয়েছে। এবং যারা গাড়ির ট্যাক্স ফাঁকি দিচ্ছে তাদের আইনের আওতায় আনার জন্য এই অভিযান চলছে। এটি আমাদের প্রাথমিক একটি সতর্কতামূলক অভিযান পরিচালিত হয়েছে। সবার কাগজপত্র সঠিক থাকায় আমরা কারো বিরুদ্ধে মামলা দিতে পারিনি। আগামীতে আমাদের আরও জোরদার অভিযান চলবে যেসব মোটরসাইকেলের প্রয়োজনীয় কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট পাওয়া যাবেনা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান। এবং অবৈধ মোটরসাইকেল রোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।











