রাউজানে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের রাউজানে সড়ক দুর্ঘটনায় জামিনী শীল (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। গতকাল সোমবার সকালে রাউজান পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের বাইন্যাপুকুর পাড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত জামিনী শীল রাউজান রাউজান পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের জয়সেন শীলের বাড়ির বাসিন্দা। স্থানীয় বাসিন্দা মুন্না জানান, সকালে সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে অজ্ঞাত পরিবহনের সংঘর্ষে দুইজন গুরুতর আহত হন। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে জামিনী শীল মারা যান। আহত আরেকজনের পরিচয় পাওয়া যায়নি। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। রাউজান হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুল আজম বলেন, ‘এই ধরনের কোন তথ্য পাওয়া যায়নি। জেনে বিস্তারিত জানাচ্ছি। ’